আমি সেই কাদের মোল্লার কথা বলছি

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ১২ ডিসেম্বর, ২০১৩, ০৫:২৩:২২ বিকাল



আমি সেই কাদের মোল্লার কথা বলছি,

যিনি-

ক. ১৯৭২ সালে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম

শ্রেনীতে প্রথম স্থান অর্জন করেন।

খ.যাকে শেখ মুজিবুর রহমান ইসলামিক

ফাউন্ডেশনে চাকরি দেন।

গ. যিনি ঢাকা রাইফেলস্ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত

অধ্যক্ষ ছিলেন।

ঘ. ১৯৮১ সালে মানারাত স্কুল প্রতিষ্ঠা করেন।

ঙ. যিনি রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরীর সাথে ছাত্র

ইউনিয়নের রাজনীতি করতেন।

চ. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উদয়ন স্কুলের শিক্ষক

ছিলেন।

ছ. আওয়ামীলীগের এমপি রনির

ভাষ্যমতে যিনি মুক্তিযোদ্ধার ট্রেনিং নিয়েছিলেন।

জ. স্বাধীনতা যুদ্ধের সময় যিনি সদরপুরের

আড়াইরশি বাজারে ব্যবসা করতেন।

ঝ. যিনি জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সহসভাপতি ছিলেন

দু’বার।

ঞ. যার বিরুদ্ধে ২০১০ সাল পর্যন্ত

একটি মামলা বা কোনো থানায় একটা জিডিও হয়নি!

সেই কাদের মোল্লাহকে বানানো হইছে মস্ত বড় রাজাকার,

যিনি একাই চার’শ মানুষ হত্যা করছে! অথচ গত ৪০ বছরে কেউ

তার বিরুদ্ধে একটা অভিযোগ করলো না,

কোনো কাগজে উঠল না।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File