স্বাধীনতা তুমি .....
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ৩০ নভেম্বর, ২০১৩, ০১:৫০:১৯ দুপুর
স্বাধীনতা তুমি.........
স্বাধীনতা তুমি বোনের গায়ে
সানি লিওনড্রেস ,
স্বাধীনতা তুমি কড়া মেকাপের
হিন্দি সিরিয়ালে বেশ।
স্বাধীনতা তুমি অফিসের বসের
জাতীয়তা ভারতীয় ,
স্বাধীনতা তুমি দেশনেত্রীর
দাদা প্রীতি স্মরণীয় ।
স্বাধীনতা তুমি বর্ডার জুড়ে
ফেন্সিডিলের আড়ৎ ,
স্বাধীনতা তুমি টিভি খুললেই ,
দেশটা আমার ভারত ।
স্বাধীনতা যখন চিকিৎসা মানেই
মাদ্রাজ–কোলকাতা ।
স্বাধীনতা যখন তিস্তার পানি
দাদারাই মোদের দাতা।
স্বাধীনতা মানে ভারতের
পেঁয়াজে
বাজার সয়লাব,
স্বাধীনতা মানে মোদের বিদ্যুতে
দাদারা করে লাভ। স্বাধীনতা যখন
কাঁটাতারে ,
“ঝুলন্ত ফেলানি ”
স্বাধীনতা তখন দাদার নায়িকা ,
আমার স্বপ্নরানী ।
স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে
বলতে
পারিনা কথা স্বাধীনতা নিয়েই
হাসবো আমি ,
আমিযে শিকল বাঁধা,.....!!
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন