রাজবন্দীতে ঠাসা কারাগার, বন্দীদের অমানবিক জীবনযাপন

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:১২:৫২ সন্ধ্যা

UK, USA এর constitution পড়তে গিয়ে পেলাম - ব্রিটিশ পার্লামেন্টে সবই পারে, শুধু মাত্র ছেলে কে মেয়ে, মেয়ে কে ছেলেতে রুপান্তর ছাড়া।

আমি বলি বাংলাদেশর পুলিশ ও ছেলে কে মেয়ে, মেয়ে কে ছেলেতে রুপান্তর ছাড়া সবই পারে। সবই ফৌজদারি কাযবিধির ৫৪ ধারার ফসল।

এদেশ এমন দেশ যে দেশে লতি চুরির জন্য রিমান্ড দেওয়া যায়।the code of criminal procedure act, 1898 এর 167 ধারার বলে রিমান্ড নেওয়ার যে

বিধান আছে,এতেই রিমান্ডে নিয়ে হালকার উপর যাপসা,উত্তম মধ্যেম, ডিম থেরাপি, আলু থেরাপি, ভাঠিয়া মরিচ, কাঁচা লঙ্কা থেরাপি সবই দেওয়া হয়। আরও নাম না জানা কত কি, গেলে বুঝবেন।

বতর্মানে রাজনৈতিক বন্দি দিয়ে ঠাসা দেশের ৬৬টি কারাগার। দেশের ১১টি কেন্দ্রীয় এবং ৫৫টি জেলা কারাগারের ধারণক্ষমতা ২৭ হাজার ২৯১ জন হলেও বতর্মানে কারাগার গুলোতে আছে বন্দি ছিল ৭৪ হাজারেরও বেশি। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণের বেশি বন্দি রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিরোধী জোটের নেতাকর্মীদের

গণহারে গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের রিমান্ডে আনার পর কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের অনেকেই জামিন না পাওয়ায়

দিনের পর দিন কারাগারে আটক রয়েছেন। নিরাপত্তার অজুহাতে বন্দিদের এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে।বন্দিরা মানবেতর দিন কাটাচ্ছেন।

মানবাধিকার শব্দটি আজ উচ্চারণ করতেও লজ্জা লাগছে, তাই এই নিয়ে আর কিছুই বলতে চাই না।

এমতাবস্থায় তফসিল ঘোষণাও করা হচ্ছে। এই প্রতিহিংসার রাজনীতির ধারাবাহিকতায় যেখানে একটি নিবার্চন শুরু করার জন্য একটি ধাপ ও এগুনো সম্ভব নয় সেখানে আবার তফসিল!

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File