পড়ন্ত বয়সে, পড়ন্ত বিকেলের রাজনীতি
লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৩ নভেম্বর, ২০১৩, ১১:১৯:২৩ রাত
জীবনের শেষ বয়সে অন্তত ভালো কিছু
করার মন-মানসিকতার কিছু রাজনীতিবিদদের থাকে।
কাজী জাফর আনেকটা তাই উপলব্ধি করলেন।
ও সেই পথেই পা বাড়ালেন।
তিনি আর সমর্থন দিতে পারলেন না এরশাদের
ধারাবাহিক ডিক বাজীকে।
বঙ্গবীর কাদের সিদ্দিকী, বদরুদ্দোজা চৌধুরী , কর্নেল, অলি রব চৌধুরী এরাও চাচ্ছেন, পড়ন্ত বিকেলের রাজনীতিতে যেন কোন
ঘন কালো মেঘের ছায়া যেন আর না পড়ে।
শেষটা অন্তত নিন্দিত না হয়ে যেন নন্দিত হয়।
তাই খুব সতর্কতার সাথে এই প্রবিণ রাজনীতিবিদরা
সামনে এগুচ্ছেন।
তবে পড়ন্ত বয়সে, পড়ন্ত বিকেলের রাজনীতিতে যে
ভন্ডদের আধিপত্য আছে তার ধারাবাহিক জানান
দিচ্ছেন এরশাদ।
একই পথে হেটে শেষ বয়সে নিন্দিত হয়ে রাজনীতি
থেকে হোঁচট খেয়ে চলে গেলেন মন্নান ভূঁইয়ারর মত
লোকেরা।
রাজনীতিতে এরশাদের মত লোকদের মূল্যায়ন
করতে গিয়ে সুশীল সমাজের লোকদের মুখে
উচ্চারিত হতে হচ্ছে খারাপ শব্দগুলি। রাজনীতির
ডিকশনারীতে যুক্ত হতে হচ্ছে পতিতা, বেশ্যার মত
শব্দ গুলি।
সামনে যে দিনগুলি আসতেছে ,তার থেকে
হয়তো আরো কিছু নমুনা পাওয়া যাবে, কারা
পড়ন্ত বিকেলে, পড়ন্ত বয়সে নন্দিত হচ্ছেন কিংবা
নিন্দিত হচ্ছেন।
বিষয়: রাজনীতি
১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন