২৫ ফেব্রুয়ারী'র ভাবনা
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৮:১৪ রাত
২৫ ফেব্রুয়ারী পিলখানা হত্যা দিবস। এবছর এই দিনেই বাংলাদেশে টি-২০ বিশ্বকাপের উদ্ভোধনী অনুষ্ঠান। এই উদ্ভোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সরকার ও বিসিবি'র কাছে আমাদের কিছু দাবিঃ
১) কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে।
২) পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে তোপধ্বনি দিতে হবে।
৩) এই অনুষ্ঠানে কোন নাচা-নাচি ও আনন্দ-ফুর্তি জাতীয় ইভেন্ট রাখা যাবে না।
৪) সঙ্গীত হিসেবে দেশাত্ববোধক গান পরিবেশন করতে হবে, সাথে ক্রিকেট নিয়ে রচিত গান পরিবেশন করা যেতে পারে।
৫) অনুষ্ঠান দিনের আলোতে হলে সেনাবাহিনীর সদস্যদের কুচকাওয়াজ, আকাশ থেকে প্যারাট্রুপার অবতরণ, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে বিমান বাহিনীর বিমান থেকে আকাশে রঙের প্রদর্শনী এর মতো ইভেন্ট রাখতে হবে।
৬) অনুষ্ঠান রাত্রে হলে সেনাবাহিনীর সদস্যদের কুচকাওয়াজ, পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আঁতশবাজি প্রদর্শনী, লেজার শো'র মতো ইভেন্ট রাখতে হবে, যার মাধ্যমে আমাদের সেনাবাহিনীর গৌরবগাঁথা প্রকাশ পায়।
আপনাদের কাছে নাচা-নাচি ও আনন্দ-ফুর্তির পরিবর্তে এ জাতীয় আইডিয়া থাকলে প্রকাশ করুন। সকলে মিলে বিষয়টিকে সরকার ও মিডিয়ার নজরে আনতে পারলে কিছুটা হলেও পরিবর্তন আসতেও পারে।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন