ইসলাম মানেই মানুষকে পিছিয়ে দেয়া!
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২২ জানুয়ারি, ২০১৪, ০৩:১৮:৪০ রাত
এক সময়ের ঘোর বাম সমর্থক আমি বর্তমানে ঘোর বাম বিরোধী। আড্ডাপ্রিয় একটি মানুষ হিসেবে আমার বেজায় পিরিচিতি ছিল। এর জন্য তখন আনন্দিত থাকলেও এখন অনুতপ্ত। আজ আমি আর আড্ডাবাজ নই। বাম আদর্শ ত্যাগ করে আজ ইসলামী আদর্শ অনুসরনের চেষ্টা করছি। আমার এই পরিবর্তনের পিছনে অবশ্যই কিছু কারণ আছে। পুরোটা না পারলেও কিছুটা বলার চেষ্টা করছি।
বাম আদর্শের সাথে অন্তরঙ্গ হওয়ার পরপরই নিজেকে বেশ দেশপ্রেমিক মনে হতো, মনে হতো আমরা বামরাই একমাত্র দেশপ্রেমিক। প্রতি পদে পদে আধুনিক থেকে আধুনিকতর হওয়ার উৎসাহ থাকত ও সেইসাথে ভ্রান্ত ধারণা দিয়ে বলা হতো ইসলাম হলো ধর্মান্ধ, উগ্র, জঙ্গীবাদী, সেকেলে। বলা হতো ইসলাম মানেই নারীশিক্ষা থেকে বঞ্চিত হওয়া, কর্মক্ষেত্রে নারী নিষিদ্ধ, ইসলাম মানেই ঢাকনা ওয়ালা কালো বোরখার ভিতর বন্দী জীবন, রান্নাঘরে হাড়ি ঠেলা। ইসলাম মানেই নারী সম্মান বিনষ্ট। ইসলাম মানেই সমাজ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী। ইসলাম মানেই মানুষকে পিছিয়ে দেয়া। একমাত্র বাম আদর্শই সমাজের ও দেশের উন্নয়ন করতে পারে। কিন্তু ঘরের থেকে টাকা-পয়সা নিয়ে যে নেতাদের হাতে দেওয়া হতো সমাজের উন্নয়ন করার জন্য, সেই সংগৃহীত টাকায় সমাজ পরিবর্তনের পরিবর্তে নিজেদের সাংসারিক উন্নয়নের দিকেই তাদের মনোযোগ থাকত।
একদিন এই ফেসবুকেই এক ভাইয়ার সাথে পরিচয়ের পর তার অনুরোধেই আবুল আসাদের লেখা সাইমুম সিরিজের অপারেশন তেলআবিব-১ বইটি পড়লাম। নাহ, একবার পড়ে আমার মনে হলো দ্বিতীয়বার পড়া প্রয়োজন, বেশকিছু বোঝার মতো বিষয় আছে বলে মনে হলো। পরপর পাঁচবার পড়েছিলাম বইটি, আমার মনে হলো দ্বিতীয় বইটি না পড়লেই নয়। (সাইমুম সিরিজের ওয়েবসাইটঃ http://www.saimumseries.com/ ) এভাবে নিজের আগ্রহ থেকেই একেরপর এক সাইমুমের সবগুলো বই পড়েছি। মূলত সাইমুমের বইগুলো পড়েই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছি। এভাবে ভাইয়ার কাছ থেকে খোঁজ নিয়ে আরও কিছু ইসলামী বই পড়ার চেষ্টা করেছি এবং আজও চেষ্টা করছি।
এখন আমি বুঝতে শিখেছি বাম-রাম'রা আমাদের কি শিখিয়েছিল এবং মানুষের ভিতর ইসলাম সম্পর্কে কি বিষ-বাষ্প ঢুকিয়ে চলেছে! আজ ওরা আমাকে ওদের আড্ডায় ডাকতে সাহস পায় না। আমি সামাজিক মিডিয়ায় ওদের বিরুদ্ধে ষ্ট্যাটাস দিই। এজন্য অনেকে মনে করে আমি জামাত-শিবিরের পক্ষে। কিন্তু না, আমি ঠিক জামায়াত বা শিবিরপন্থী নই, আবার বিএনপি বা আওয়ামীলীগের পক্ষেও নই। তবে আমি নিজের বিবেককে কাজে লাগানোর চেষ্টা করি সঠিক টা বুঝতে। তবে বাম-রাম'রা যে আমাকে মিথ্যা শেখাতো সেটা এখন স্পষ্ট। আর তাই যাদের বিরুদ্ধে শেখাতো এখন তাদেরকে নিয়েই আমার আগ্রহ সবচেয়ে বেশি।
আজ এ পর্যন্তই, আরেকদিন আরো কিছু লিখব। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সম্ভব হলে কমেন্ট করে প্রতিক্রিয়া জানাতে পারেন।
ফেসবুকে আমিঃ Serin Sarker
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো খুব
--ধন্যবাদ
--ধন্যবাদ
আপনার জন্য, আপনার দ্বীনী জিন্দেগীর সফলতার জন্য দয়াময়ের দরবারে প্রাণখুলে দোয়া করছি।
আমি ,আপনি সহ সবাই যেন ইসলামের সঠিক পথের সন্ধান লাভ করি। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন