গাদ্দাফির সৈন্য আমদানীর রীতি অনুসরণ
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ১৬ জানুয়ারি, ২০১৪, ১২:০৫:১২ দুপুর
লিবিয়ায় বিক্ষোভকারীদের আন্দোলন দমন করতে গাদ্দাফি তার ঘনিষ্ঠ মিত্র কয়েকটি আফ্রিকান দেশ থেকে প্রচুর সৈন্য এনে চরম নিষ্ঠুরভাবে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে অসংখ্য মানুষ হত্যা করেছিল। রাতের বেলায় জনতা যে এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল, আলো নিভিয়ে দমন অভিযান পরিচালনার পর সকালে সেখানে দেখা গেলো একদম ধুয়ে মুছে সব পরিস্কার। কোন ময়লা, লাশ বা গুলির চিহ্নও নেই। অথচ দমন অভিযানের সাথে সাথে সেখানে ট্রাকের পর ট্রাক এসেছিল মানুষের লাশ ও ময়লা সরিয়ে নিতে।
সাতক্ষীরায় অভিযানের জন্য ভারতীয় সৈন্য চেয়ে পাঠানো একটি ফ্যাক্স বার্তার কপি ফাঁসের চিত্র সামাজিক মিডিয়াগুলোতে দেখে বারবার-ই মতিঝিলের হেফাজতের কর্মসূচিতে অভিযানের কথা স্মরণ হচ্ছে।
লিবিয়ায় বিক্ষোভকারীদের হত্যা করতে আফ্রিকান দেশ থেকে গাদ্দাফির সৈন্য আমদানীর মতো বাংলাদেশে হেফাজতের কর্মসূচিতে বিক্ষোভকারীদের দমন করতে হাসিনা সরকার ভারত থেকে সৈন্য আমদানী করেনি সেই নিশ্চয়তা কে দিবে?
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন