বাহ্ বাহ্ কি চমৎকার দেখা গেলো!

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:১৭:৪৫ রাত

৪০ (চল্লিশ) এর স্থলে ৪০০ (চার শত) দেখাচ্ছে, ১০০০ (এক হাজার) ভোট এর স্থলে ১০০০০ (দশ হাজার) দেখাচ্ছে। ১৭০০ (সতের শত) এর স্থলে ১৭০০০ (সতের হাজার) দেখাচ্ছে। এভাবে একটি সংখ্যা প্রবেশ করিয়ে সংখ্যার মান পরিবর্তন করে দেওয়া হচ্ছে ও মিডিয়ায় সেটাই দেখানো হচ্ছে।

১ শতাংশের স্থলে ১০ শতাংশ, ২ শতাংশের স্থলে ২০ শতাংশ, ৩ শতাংশের স্থলে ৩০ শতাংশ এভাবে ৭ শতাংশের স্থলে ৭০ শতাংশ পর্যন্ত ভোট কাষ্টিং দেখাচ্ছে নির্বাচন কমিশন।

এমন কোন ভোটকেন্দ্র নেই যেখানে ৭ শতাংশের বেশি ভোট দেওয়া হয়েছে, অথচ গড়ে ৫০ শতাশের বেশি ভোট কাষ্টিং দেখানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। অনেক ভোটকেন্দ্র আছে যেখানে ১টি ভোটও দেয়নি। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত যেখানে ১৮টি ভোট প্রদান করেছে সন্ধ্যার পর সেখানে ১৮০০ পর্যন্ত ভোট দেখানো হচ্ছে। আর যারা প্রিজাইডিং অথবা পোলিং অফিসার সেইসব নিরূপায় মানুষগুলো প্রাণের ভয়ে মুখ বন্ধ করে রেখেছে। এই হলো আমাদের দশম সংসদ নির্বাচন!!

বিষয়: বিবিধ

১৭০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159408
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
সকাল সন্ধ্যা লিখেছেন : বাহ্ বাহ্ কি চমৎকার দেখা গেলো-- আওয়ামিলিগ জিতে গেল Give Up Give Up -- আমার খালামনি শেখ হাসিনা আবার প্রাধান মন্ত্রি হল-- Happy>- Happy>- Happy Happy Happy Cook Cook Cheer Cheer
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
114093
জেরিন সরকার লিখেছেন : ঘটনা কি হইল এইবার বুঝবে জ্বালামনি!
159412
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
মাজহার১৩ লিখেছেন : শুন্যের গড়মিল মুক্তিযুদ্ধ থেকে শুরু হয়েছে, এটা পিতার আদর্শ।
এটাকে অব্যাহত রাখাই চেতনার বহিঃপ্রকাশ। না হলে বাবার আত্মায় শান্তি পাবে না।
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২২
114097
জেরিন সরকার লিখেছেন : বাবার রক্ষীবাহিনী বাবাকে রক্ষা করতে পারেনি, কন্যার ভারতবাহিনী কি পারবে কন্যাকে রক্ষা করতে? আল্লাহই জানে কন্যার অবস্থা কি হবে!
159442
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
114099
জেরিন সরকার লিখেছেন : অনেক উৎকন্ঠা-আতঙ্ক, কষ্ট আর কান্নার মাঝেই ২০১৪ সালের শুরুতেই এক মারাত্নক কমেডি দেখলো দেশাবাসি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File