কোন এক উল্টো রাজা!

লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০২ জানুয়ারি, ২০১৪, ০৮:৪৮:০৪ রাত

আমি এবারের নতুন ভোটার, ভোট দেওয়া ছিল আমার অধিকার, আমার এলাকায় বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আমার অধিকার হরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে নতুন ভোটারদের উদ্দেশ্যে কতগুলো কথা বলেছেন। তিনি নাকি নতুন ভোটারদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছেন। ভোট না দিয়েই আমার এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হওয়াটাকে যদি ভোটাধিকার প্রতিষ্ঠা বলা হয় তবে, ভোট দিতে পারাটাই কি আপনার কাছে অনধিকার চর্চা মনে হয়েছে?

এখন পরিস্কার বুঝেছি, আপনি আসলে "উল্টো রাজা"র দেশের প্রধানমন্ত্রী। খারাপ কে আপনি বলেন ভাল আর ভাল কে খারাপ। আন্দোলন কে আপনি বলেন সন্ত্রাস আর সন্ত্রাসকে আপনি বলেন গণজাগরণ। গাঞ্জাখোরদের আপনি বলেন সোনার ছেলে আর বুদ্ধিদীপ্ত প্রতিবাদী ছেলেদের বলেন সন্ত্রাসী। গুলি করে মানুষ হত্যা করা কে আপনি বলেন রং মেখে শুয়ে থাকা। স্বৈরতন্ত্রকে আপনি বলেন গনতন্ত্র আর গনতন্ত্রকে বলেন অগনতন্ত্র। আর তাইতো আপনি গনতন্ত্রকেই স্বৈরতন্ত্র বলে হত্যা করতে উদ্যত হয়েছেন। আপনি এখন স্বৈরতন্ত্রকেই প্রতিষ্ঠা করে বলবেন দেশে এখন গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ধিক্কার আপনাকে প্রধানমন্ত্রী।

অবস্থা এখন এমন যে, উলঙ্গ ব্যক্তি নিজের উলঙ্গ শরীর দেখে লজ্জা পায় না বরং আশেপাশের মানুষ-ই তার উলঙ্গ শরীর দেখে লজ্জা পায়। আপনার এহেন কর্মকান্ডে আপনি নিজে লজ্জা বোধ না করলেও আমরাই এখন লজ্জা বোধকরি যে, আপনার মতো একজন "উল্টো রাজা" বাংলাদেশের প্রধানমন্ত্রী!

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158415
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
113124
জেরিন সরকার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
158443
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫২
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩২
113188
জেরিন সরকার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
158456
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:১২
ধ্রুব নীল লিখেছেন : অনেক ধন্যবাদ
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
113189
জেরিন সরকার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
158483
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪২
বড়মামা লিখেছেন : ঠিক বলেছেন হাসিনার নাম শুনলেই সবাই থুতু দেয়। বিদেশে আমরা এই দুর্গার সন্তানকে নিয়া খুব লজ্জায় পরতে হয়।আপনাকে অনেক ধন্যবাদ।
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:২১
113210
জেরিন সরকার লিখেছেন : থুথু দেয় কিনা জানিনা, কিন্তু আমরাই এখন লজ্জা পাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File