কাদের মোল্লার ফাঁসি হবেই
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ০৫ ডিসেম্বর, ২০১৩, ১২:৩২:২০ দুপুর
রাষ্ট্রযন্ত্র ও বিচার বিভাগকে ব্যবহার করে প্রহসনের বিচারের মাধ্যমে তোমরা কাদের মোল্লাকে অবৈধ ভাবে ফাঁসি দিতে পারো। এটিও একটি মানবতা বিরোধী অপরাধ। আমরাও জানি কাদের মোল্লাও জানে মৃত্যু একদিন অবধারিত। মৃত্যুর স্বাদ একদিন সবাইকেই গ্রহন করতে হবে, সময় এলে এক সেকেন্ডও কেউ অতিরিক্ত বেঁচে থাকতে পারবে না। সুতরাং কাদের মোল্লার মৃত্যু নিয়ে তার নিজেরও যেমন মাথা ব্যাথা নেই, আমাদেরও কোন দুশ্চিন্তা নেই।
তবে, কাদের মোল্লাকে অবৈধ ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসি দিয়ে তোমরা যে মানবতা বিরোধী অপরাধ করবে, তারও বিচার এই বাংলার মাটিতে একদিন হবে এবং সেদিন তোমাদেরকেও ফাঁসিতে ঝোলানো হবে, তবে সঠিক বিচারের মাধ্যমে।
এক স্যাইয়েদ কুতুব কে মিশরের স্বৈরাচার জামাল নাসের অবৈধ ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসি দিয়েছিল, সেই জামাল নাসেরকেই মিশরবাসী ধ্বংস করে দিয়েছে। আর আজ সমগ্র মিশর জুড়ে শুধু ইসলামপন্থীদের জয়জয়কার। এক কাদের মোল্লাকেও অবৈধ ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসি দিলেও তোমরা একদিন দেখবে বাংলাদেশে ইসলামপন্থীদের জয়জয়কার হবেই। রক্তের সিঁড়ি বেয়ে বিজয় আসবেই।
আমরা সেই সুদিনের জন্যই সংগ্রাম করে যাবো।
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন