মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বলছি
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ২২ নভেম্বর, ২০১৩, ০৩:৩৬:৪২ রাত
কোন রাজনৈতিক দৃষ্টিকোন থেকে নয়, আমি একজন সাধারণ জনগনের সেন্টিমেন্ট থেকে বলছি। আগামী কিছুদিন আর হরতালের আহ্ববান করবেন না প্লিজ। এর পরিবর্তে টানা ৬ দিন করে ঢাকা অবরোধ এর ডাক দিন, সপ্তাহে ১ দিন বাদ দিয়ে পুনরায় ৬ দিনের অবরোধ ডাকুন। ছোট ছোট শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, অভিভাবকদের ও শিক্ষার্থীদের মনে বিরূপ প্রভাব পড়ছে এবং পড়বে। ১৮ দলের যে জনপ্রিয়তা হয়েছে তাতে ভাটা পড়তে পারে।
শুধু হরতাল ডাকলেই আর লেডিস মার্কা নেতারা কার্যালয়ে বসে ব্রিফিং দিলেই কি হরতাল হয়ে গেলো?
আন্দোলনে কিছুটা পরিবর্তন নিয়ে আসুন। পুনরায় সংবাদ সম্মেলন ডেকে জনগনের উদ্দেশ্যে বলুন, "জনদূর্ভোগ ও ছোট ছোট শিক্ষার্থীদের পরীক্ষার বিষয় বিবেচনা করে হরতাল বাদ দিয়ে ঢাকা অবরোধ এর ডাক দিতে বাধ্য হচ্ছি। ছোট ছোট শিক্ষার্থীদের পরীক্ষা চলবে কিন্তু মহাসড়কে কোন যানবাহন চলবে না"।
ছোট ছোট শিক্ষার্থীদের পরীক্ষা শেষ না পর্যন্ত এভাবে চালিয়ে যান, পরীক্ষা শেষে পুনরায় হরতাল দিবেন। খুব সম্ভবত জনতার সেন্টিমেন্ট আরও বেশি আপনার পক্ষেই আসবে।
বিষয়: বিবিধ
৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন