শরীরে বাসা বেধেঁছে একটি জটিল রোগ, হয়েছে একটি মারাত্নক ক্ষত, অপারেশন করতেই হবে...
লিখেছেন লিখেছেন জেরিন সরকার ১৩ নভেম্বর, ২০১৩, ০৯:২১:১৬ রাত
আপনার শরীরে একটি জটিল রোগ হলে, মারাত্নক ক্ষত হলে আপনি কি সেই রোগ-ক্ষত নিয়ে বসে থাকবেন? নিশ্চয়ই না। আপনি অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হবেন, ওষুধ সেবন করবেন, প্রয়োজনে অপারেশন করে সেই ক্ষতকে সুস্থ করে তুলবেন, তাই না? সুস্থ হতে হলে ওষুধ খেতে হবে, আর অপারেশন করতে তো কাঁটা-ছেঁড়া হবেই, কিছুটা ব্যথা লাগবেই, কষ্ট তো হবেই। তাই বলে কি আমরা ওষুধ সেবন করব না? অপারেশন করব না?
দেশের শরীরে আজ মারাত্নক একটি ক্ষত তৈরী হয়েছে যার নাম অঘোষিত একনায়ক, যার নাম আওয়ামীলীগ, যার নাম বাকশাল, যার নাম ভারতীয় আগ্রাসন, যার নাম জুডিশিয়াল কিলিং। দেশের এই রোগ ও ক্ষত কে সুস্থ করে তুলতে হলে ওষুধ প্রয়োগ করতেই হবে, একটি অপারেশন তো করতেই হবে। মিছিল হবে, মিটিং হবে, হরতাল-অবরোধ হবে, অসহযোগ হবে, লড়াই হবে, আর তাই এই কষ্টটাও জনগণকে সহ্য করতে হবে।
আমাদের পূর্বসূরীরা ব্রিটিশ ফিরিঙ্গিকে তাড়াতে প্রথমবার অপারেশন করেছে, পাক হানাদারকে তাড়াতে দ্বিতীয়বার অপারেশন করেছে। এবার ভারতীয় আগ্রাসন রুখতে, ডিজিটাল মীরজাফরকে নিশ্চিহ্ন করতে, গনতন্ত্রকে পুণঃপ্রতিষ্ঠিত করতে তৃতীয়বার অপারেশন করতে আমাদেরকেই রাজপথে নামতে হবে।
আসুন সাময়ীক কষ্ট সহ্য করি ভবিষ্যত সুদিনের আশায়।
-জেরিন সরকার
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন