কে এই ডাঃ জাকির নায়েক, কি তার মতবাদ।

লিখেছেন লিখেছেন সরল মন ২৭ এপ্রিল, ২০১৫, ০৯:৪২:০২ রাত

ডাঃ জাকির নায়েকের জন্ম ১৯৬৫ সালের ১৫ই অক্টোবর ভারতের মুম্বাই নগরীতে। খৃস্টান মিশনারীদের স্কুল সেন্ট পিটার্স হাই স্কুল থেকে মেট্রিক পাশ করে। অতপর হিন্দুদের কৃষ্ণচন্দ্র রাম কলেজ বোম্বাই থেকে

এফ.এস.সি পাশ করে। তারপরে বোম্বের

ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করে। হিন্দুদের সথে তার ঘনিষ্টতা এতই বৃদ্ধি পায় যে, সে বাদশাহ আকবরের দ্বীনে ইলাহীর মত এক ধর্মের প্রবাক্তা হয়ে তার দরস্ দেয়া শুরু করে। জীবনের শুরু থেকেই খৃস্টান আর হিন্দুদের সংসর্গে থাকার কারনে ডাক্তার জাকিরের চিন্তাধারা ও মন মানসিকতায় তার ছাপ সুস্পস্ট। আর তার লেবাস-পোষাক, সুরত-

আকৃতি একথার স্পস্ট প্রমাণ বহন করে। কুরআনী শিক্ষা থেকে সে বহুত দূরে। ফলে তাফসীর বির রায় (মনগড়া তাফসীর) করা তার অভ্যাসে পরিণত হয়েছে। যদি বলা হয় তাফসীরে সে তাহরীফ (বিকৃতী) করে তাহলে যথার্থ হবে। ইলমে হাদীসের পরিভাষা, মূলনীতি ইত্যাদি সম্পর্কে তার কোন ধারনাই নেই। সব নাজায়েয কে জায়েয করতে ভালবাসে। লা-মাযহাবিয়্যাতের প্রচার করা তার.উদ্দেশ্য। সে ইয়াযীদের ভক্ত তাই তার নামের পাশে রহমতুল্লাহি আলাইহি জুড়তে ভালোবসে।

হায়াতুন্নবীর অস্বীকার কারী। গুণাহগার মুসলমানদের একমাত্র সুপারিশ করনে ওয়ালা দু জাহানের কাণ্ডারি নূরে মুজাসসাম, সায়্যিদুল কাওনাইন, রাহমাতাল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, হাবিবুল্লাহ হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা

হাদিস দ্বারা প্রমাণিত অথচ সে অবলিলায় তা অস্বীকার করে।

জাকিরের ডিজিটাল ইসলাম ধর্ম প্রচারের ব্যপারে জানা যায় যে ডঃ আহমদ দীদাতের সাথে ১৯৯৪ সালে বোম্বাই শহরে তার সাক্ষাত হলে তার আদর্শে সে অনুপ্রাণিত হয়ে এবং ডাক্তারী পেশা ছেড়ে দিয়ে সে ডিজিটাল ইসলামি দাওয়াতী কার্যক্রম শুরু করে। ডাক্তার নিজেই স্বীকার করেছে যে, সে আরবী জানে না, শুধুমাত্র ইংলিশ লেটারেচারই তার উপজীব্য। সে পবিত্র গ্রন্থ কুরআন উল কারিমের হাফেজ ও নয়। নিয়মতান্ত্রিক ভাবে হাদীস শরিফের তালীম (শিক্ষা) গ্রহন করেনি। এম.বি.বি.এস ডাক্তার থেকে

ট সে হয়ে গিয়েছে বিশিস্ট ইসলামীক স্কলার! এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কি হতে পারে?

ডাক্তারের চিন্তাধারা এবং তার নিউ ইসলামের ধারণার সূত্র যদি দু জাহানের কাণ্ডারি নূরে মুজাসসাম, সায়্যিদুল কাওনাইন, রাহমাতাল্লিল আলামিন, শাফিউল মুজনবিন,

হাবিবুল্লাহ হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছে থাকে তাহলে সেই সব আহলে ইলম এবং মাদ্রাসার নাম সে পেশ করুক যেখান থেকে সে এসব শিক্ষা গ্রহণ করেছে।??

পৃথীবির যেকোন বিষয়ের শিক্ষা যদি উক্ত

বিষয়ের বিশেষজ্ঞদের সংস্পর্শে থাকা ব্যতীত

আয়ত্ব করা না যায় তাহলে দ্বীনে ইসলামের বুঝ দ্বীনের অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে থাকা

ছাড়া কিভাবে অর্জিত হতে পারে ? কয়েকটা বই.পড়ে নিলেই আলেম হওয়া যায়না । নতুবা তথাকথিত ইসলামী চিন্তাবিদ হওয়া যায় কিন্তু দু জাহানের কাণ্ডারি নূরে মুজাসসাম, সায়্যিদুল কাওনাইন, রাহমাতাল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, হাবিবুল্লাহ হুজুরে পাক

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নায়েব হওয়া যায় না। ডঃ জাকির নায়েক তার এক লেকচারে বলে, মনে করুন কারো হার্টে সমস্যা হয়েছে সে হৃদরোগে আক্রান্ত। এমতাবস্হায় সেকি কোন ইন্জিনিয়ারের সাথে পরামর্শ করবে নাকি হার্ট স্পেশালিস্ট এর স্মরণাপন্ন হবে ?

একথা স্পস্ট যে, এক্ষেত্রে সে কোন আনাড়ী

আর মূর্খ ব্যক্তির কাছে না গিয়ে কোন স্পেশালিস্টের নিকটেই যাবে । যেন সে সঠিক

চিকিত্সা গ্রহণ করতে পারে।

প্রিয় পাঠক মন্ডলী,

ডঃ জাকির নায়েকের লেকচারের আলোকে

আপনারাই এখন ফায়সালা করুন, কুরআন-হাদীসের.ব্যাখ্যার জন্য এবং ধর্মীয় মাসআলা মাসায়িলের সমাধানের জন্য জনগণ কি একজন এম.বি.বি.এস ডাক্তারের স্মরাণাপন্ন হবে নাকি হক্কানী উলামা মাশায়েখের স্বরণাপন্ন হবে?

একজন ইংরেজী শিক্ষিত প্রফেসর ইংরেজীতে দুচারটি বই পুস্তক পড়ে যেমন

শরীয়তের ব্যাখ্যা দিতে পারেনা তদ্রুপ একজন ডাক্তারের জন্যও কিভাবে এটা জায়েয হতে পারে যে, ইজতিহাদের যোগ্যতা না থাকা সত্বেও সরাসরি কুরআন-হাদীস থেকে সমস্যার সমাধান দেবে ?

ভিডিও লিঙ্ক সহ তার আরো কিছু কুফরি

আক্বিদাহ !!!

1. সে বলেছে 'রাম ও কৃষ্ণ নবী হতে পারে। নাউযুবিল্লাহ!

(লেকচার সমগ্র ভলিউম নং ২ পৃষ্টা নং ১৬২)

ভিডিও দেখুন >

http://www.youtube.com/watch?v=Ngg_Ygff1N4

2. সে একমত হয়েছে যে, 'পবিত্র কুরআনে ব্যাকরনগত ভুল আছে।' নাউযুবিল্লাহ! (লেকচার সমগ্র ভলিউম নং ১ পৃষ্টা নং ৫১২) ভিডিও দেখুন >

http://www.youtube.com/watch?v=ZtfrJ6prJQo

3. সে দু জাহানের কাণ্ডারি নূরে মুজাসসাম,

সায়্যিদুল কাওনাইন, রাহমাতাল্লিল আলামিন, শাফিউল মুজনবিন, হাবিবুল্লাহ হুজুরে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ব্যাপারে এমন বাক্য ব্যবহার করেছে যা সুরা বাকারা ১৫৪নং আয়াত ও সুরা ইমরান ১৬৯নং আয়াত মতে আল্লাহর আউলিয়াদের ব্যাপারেও ব্যবহার করা যাবে না।"

ভিডিও দেখুন>

http://www.youtube.com/watch?

v=vU7b1_EisVk

4. সে বলেছে 'ওযু ছাড়া পবিত্র কুরআন

স্পর্শ করা ও পড়া যাবে ' (লেকচার সমগ্র

ভলিউম নং ২ পৃষ্টা নং ৬২৬)

ভিডিও দেখুন >

http://www.youtube.com/watch?v=RaMwSNWFhzI

6. সে 'ইয়াজিদের নামের সাথে 'রাদ্বিয়াল্লাহু

তায়ালা আনহু ' [Peace Be Upon Him] এই

পবিত্র বাক্য ব্যবহার করে হযরত ঈমাম

হোসাইনকে (রাঃ) অপমান করেছেন '

ভিডিও দেখুন http://www.youtube.com/

watch?v=1mMQbR_48IU

7. সে বলেছে 'হিন্দুদের বেদ আল্লাহর বাণী হতে পারে ' (নাউযুবিল্লাহ)

(লেকচার সমগ্র ভলিউম নং ২ পৃষ্টা নং১৬২)

8. সে বলেছে 'ইসলামে চারজন মহিলা নবী

ছিলেন' (লেকচার সমগ্র ভলিউম নং ১ পৃষ্টা নং ৩৫৫)

9. সে বলেছে- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হারাম। তিনি মরে মাটির সাথে মিশে গেছেন।' নাউজুবিল্লাহ !

এ ছাড়া তার আরো অনেক আপক্তিকর বক্তব্য রয়েছে যা পবিত্র কুরআন ও হাদিসের বিপরীত ......

ডাক্তার জাকির নায়েক সম্পর্কে বিভিন্ন

প্রতিষ্ঠানসমূহের ফাতওয়া:

দারুল উলুম দেওবন্দের ফাতওয়াঃ

দারুল উলূম দেওবন্দ মাদরাসার ফাতওয়া বিভাগের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে ফাতওয়া প্রদান করে বলা হয়েছে যে, “এই ব্যক্তি নিজে পথভ্রষ্ট এবং অপরকে পথভ্রষ্টকারী।

লেকচার পদ্ধতিতে আধুনিক প্রচার মাধ্যম গ্রহণ করে যে কাজ সে চালিয়ে যাচ্ছে, তার সারাংশ হলঃ

(ক) গোটা উম্মতকে হযরত আয়িম্মায়ে

মুজতাহিদীন ও ইসলামের প্রসিদ্ধ চার ইমাম

(রহ.)-এর অনুসরণ থেকে বের করে লা-

মাজহাবী বানানো।

(খ) দ্বীনের বিজ্ঞ উলামায়ে কিরামের প্রতি

সাধারণ মুসলমানদের যে আস্থা ও নির্ভরতা

রয়েছে, তা উঠিয়ে দেয়া এবং এ আস্থা ও

নির্ভরতাকে কলঙ্কিত করতে যত রকমের

কলাকৌশল ও অস্ত্র ব্যবহার করা যায়, তা ব্যবহার করা।

(গ) ফাসিক বেদ্বীনদের চাল-চলন ও বেশ-

ভূষার প্রতি সাধারণ মুসলমানদের অন্তরে যে

ঘৃণা রয়েছে, তা উপড়ে ফেলা।

(ঘ) ইসলামী শরীয়তের আহকাম ও আকায়িদ- ইবাদতের তাহকীক-বিশ্লেষণ এবং আমল করার ব্যাপারে সাধারণ মুসলমানগণ যে বিজ্ঞ আলেম- উলামাগণের সাথে জুড়ে আছেন, তাদের সেই সম্পর্ককে আলেমগণ থেকে ছিন্ন করে তার নিজের ও তার কম্পাউন্ডের স্কলারদের সাথে জুড়ে দেয়া ইত্যাদি।...

তাই মুসলমানদের তার ফিতনা থেকে দূরে থাকা কর্তব্য।”

ফাতওয়া বিভাগ, দারুল উলুম দেওবন্দ,

ফাতওয়া নং ৩১৩৯২, ফাতওয়া প্রদানের তারিখ : ১০ এপ্রিল ২০১১ ইং।

এমনকি ডাঃ জাকির নায়িককে বিশ্বের ৫০০ এর অধিক ইসলামিক ইন্সটিটিউট থেকে "কাফির" ফতোয়া দিয়েছে বিস্তারিত দেখুন

http://www.cifiaonline.com/drzakirnaik.htm

বিষয়: বিবিধ

৩৬৩২ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317229
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫১
গেঁও বাংলাদেশী লিখেছেন : তুই যে সরল মনে আঙ্গো ঈমান কাড়ি নিতি আইচস আমরা হেইটা বুঝি হালাইছি ।জাকির নায়েকরে তুই আঙ্গোরে চিনান লাইগবোনা। ফল দেইখাই গাছ চিনা যায়। হিঁছার হিডা খাতি না চাস তো তাড়াতাড়ি বালা অই যা শয়তান।
আমরা তোর মত বেকুব না।
317230
২৭ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৩
গেঁও বাংলাদেশী লিখেছেন : শুধু তোর জন্য


317235
২৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৪
আবু জান্নাত লিখেছেন : জনাব, আপনার লিখাতে
নূরে মুজাসসাম,
শব্দটি বার বার উল্লেখ করেছেন, এর দ্বারা আপনি কি বুঝতে চাচ্ছেন? আপনার আক্বীদা সম্পর্কে একটু ব্যখ্যা দিবেন। বাকি কমেন্ট পরে হবে।
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:১০
258443
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জবাব কিন্তু প্রকাশ অইয়াছে....
317240
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:০৬
সরল মন লিখেছেন : গেঁও বাংলাদেশী@ নিজের জন্ম পরিচয় এখানে জাহির না করাই শ্রেয়। এই সাগর তোমার জন্য নয়। তুমি তোমার কুয়ায় গিয়ে লাফ দিতে থাকো।
317241
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১১
সরল মন লিখেছেন : আমার আক্বীদা অবশ্যই জানবেন। ব্লগেই জানিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আপনি লিখার মেইন প্রসংগে আলোচনা করতে পারেন । ভিন্ন প্রসংগ টেনে এনে লেখার মেইন বিষয় বস্তু আড়াল করতে দেওয়া হবেনা। ধন্যবাদ
317242
২৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১২
সরল মন লিখেছেন : @আবু জান্নাত
317246
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:১৪
সজল আহমেদ লিখেছেন : এই ব্লগে কপিফেস্ট মারি বিরাট বড় জ্ঞীয়ানে অধিকারী হইয়া যাওন যায় বাপ্পা!পীরবাদী অনুভূতিতে নিশ্চিত আঘাত পরছে ,অন্যথায় গাঁজার বান্ডিল হারায়ে গেছে ।নিচ থেইকা এইটা প্রমাণ করুম যে এই কপিপেস্ট বাছা গাঁঞ্জা সেবী ,
। হিন্দুদের সথে তার ঘনিষ্টতা এতই বৃদ্ধি পায় যে, সে বাদশাহ আকবরের দ্বীনে ইলাহীর মত এক ধর্মের প্রবাক্তা হয়ে তার দরস্ দেয়া শুরু করে। জীবনের শুরু থেকেই খৃস্টান আর হিন্দুদের সংসর্গে থাকার কারনে ডাক্তার জাকিরের চিন্তাধারা ও মন মানসিকতায় তার ছাপ সুস্পস্ট। আর তার লেবাস-পোষাক, সুরত-
আকৃতি একথার স্পস্ট প্রমাণ বহন করে। কুরআনী শিক্ষা থেকে সে বহুত দূরে। ফলে তাফসীর বির রায় (মনগড়া তাফসীর) করা তার অভ্যাসে পরিণত হয়েছে। যদি বলা হয় তাফসীরে সে তাহরীফ (বিকৃতী) করে তাহলে যথার্থ হবে। ইলমে হাদীসের পরিভাষা, মূলনীতি ইত্যাদি সম্পর্কে তার কোন ধারনাই নেই।

বলি সূরা আলইমরানের ১০৩নং আয়াত লিখেন এখানে ।
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৫
258398
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Happy>-
317249
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৩০
মুক্তআকাশ লিখেছেন : লেখা পড়ে মনে হল দুনিয়াতে কিছু শিক্ষিত ভোদাই আছে
317251
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪২
সরল মন লিখেছেন : সজল আহম্মক@ বেটা কাজ্জাব, মা বাবা ভদ্র ভাষায় কথা বলতে শিখায়নাই বোধ হয়। গান্জাসেবী কেডারে ভাই, পোস্টে কি গান্জার বিষয়ে কিছু লেখা আছে নাকি ? আজেবাজে কিছু বললে ব্লক খাইবা।

সুরা ইমরানের ১০৩ নং আয়াতে কোরান সুন্নাহর অনুসরণ করতে বলা হয়েছে । তাফসীর বির রায় করতে বলা হয়নাই।
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৪
258397
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার উত্তরটি মন্তব্যকারির কাছে পৌঁছেনি!
১০
317252
২৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৫
সরল মন লিখেছেন : মুক্তআকাশ@ সত্য আসলেই তিক্ত।
১১
317255
২৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
সরল মন লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম@ কোন উত্তরের কথা বলছেন ?
২৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
258405
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভাই আপনি মন্তব্য না করে প্রতি মন্তব্য করুন। প্রতি মন্তব্য কোথায় করতে হয় জেনে নিন।
১২
317256
২৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখকের একটি যুক্তিওও মানবার মত নয়।

ব্লগার ভাইয়া কি মনে করে পোস্টটি দিল ঠিক বুঝে উঠতে পারিনি।

দুটি লিংক দিলাম আশা করি ভুল বুঝাবুঝির অবসান হবে।

https://m.facebook.com/story.php?story_fbid=595484507228199&id=100002999668667&fs=0
ভন্ড অলিপুরীর মুখোশ উম্মোচন......!!!!!
ডা. জাকির নায়েক পবিত্র কুরঅানে ভুল অাছে মর্মে খৃষ্টান পন্ডিতের সাথে একমত হন নি!!!!

https://m.facebook.com/story.php?story_fbid=601772896599360&id=100002999668667&fs=0
২৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২২
258452
আবু জান্নাত লিখেছেন : (ভন্ড অলিপুরীর মুখোশ উম্মোচন......)
আব্দুর রহীম ভাই, এধরনের কথাগুলো ঠিক নয়।
অলিপুরী ভন্ড নাকি জাকির নায়েক ভন্ড, আমি ঐ কথায় যাচ্ছি না, শুধু বলতে চাচ্ছি তাদের কারো সম জ্ঞ্যান আমার আপনার নেই। তাই ওদেরকে ভন্ড বলাটা কিছুতেই ঠিক নয়, ওরা একে অপরকে বলুক, কারণ তারা জানে কে কত জ্ঞানী। আমরা দুজনকেই শ্রদ্ধার চোখে দেখবো। আল্লাহ আমাদের মাফ করুক।
১৩
317261
২৮ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৪
সরল মন লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম@
যখন কেউ কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করে তখন ঐ লোকের দোষগুলো তার চোখে পড়েনা। সত্য মিথ্যা যাচাই না করেই তার সাফাই গাওয়া শুরু করে। আসলে দোষ আপনাদের নয়, দোষ আপনাদের অন্ধ বিশ্বাসের। জাকির নায়েকের অনেক ভিডিও আমি দেখেছি যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার পরিপন্থী।

কোরআনে ব্যাকরণগত ভূল আছে,খ্রিস্টান পণ্ডিতের সাথে একমত হলেন জাকির নায়েক,(নাউজুবিল্লাহ)
ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখবেন সচেতন মুসলমানদের অভিযোগ কোথায় ।

এখন জাকির পূজারীরা বলতে পাড়েন জাকিরের Full ভিডিও শুনেন!

হে জাকির পূজারীরা ! full ভিডিও শুনে কি হবে ? আমাদের অভিযোগ তো এই কথায়! কোরআনে ব্যাকরণগত ভূল আছে আমি একমত!! আমি একমত!! আমি একমত!!

কথা হল, খ্রিস্টান পণ্ডিত যখন কোরআনের ব্যাকরণগত ভূলের কথা বললো, তখন জাকিরের উচিত ছিল খ্রিস্টান পণ্ডিতকে বলা আপনার কথার সাথে আমি এক মত না, কিন্তু দু:খের বিষয় জাকির তা না করে খ্রিস্টান পণ্ডিতের সাথে একমত হয়ে বাকি জবাব দিল, আমি একমত!! এই কথার পরে, জাকির কি বলেছে সেটা বড় কথা না,বড় কথা হল খ্রিস্টান পণ্ডিত যখন কোরানের ব্যাকরণগত ভূলের কথা বলল,জাকির তখন বলল আমি এ কথার সাথে এক মত,, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ।
কোন মুসলিম এমন কথায় আমি একমত বলতে পারে না, সুতরাং আবেগের টানে জাকিরের ভুলকে শুদ্ধ বলে কেউ ঈমানের ১২ টা বাজাবেননা ।

আরেকটি বক্তব্যে জাকির কুরআন ও বাইবেল কে এক বিশ্বাসে দেখেছে, জাকির বলে-- কুরআন ঠিকও হতে পাড়ে আবার ভূলও হতে পাড়ে, বাইবেল ঠিকও হতে পাড়ে আবার ভূলও হতে পাড়ে, নাউযুবিল্লাহ । এ কেমন বক্তব্যরে ভাই ?
১৪
317266
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জবাব দেবার জন্য ছবিটি পলো করতে পারেন।
১৫
317268
২৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪০
শেখের পোলা লিখেছেন : দুচার লাইন পড়েই বুঝেছি কিসে টান লেগেছে৷ বাকিটা পড়তে ঘৃনা হল৷ একটা চ্যালেঞ্জ দিলাম- পারলে জাকির নায়েকের মত হয়ে দেখান৷ আর গিবত নাকরে জীবিত জাকিরের সামনে গিয়ে মোকাবেলা করে এসে প্রমান দেন যে আপনি পুরুষ৷
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:৪২
258675
সরল মন লিখেছেন : "দুচার লাইন পড়েই বুঝেছি কিসে টান লেগেছে৷ বাকিটা পড়তে ঘৃনা হল৷"

উত্তর : মহর মারা লোকের ঘৃনা যেখানে পতিত, প্রকৃত সত্য সেখানেই নিহিত ।

"একটা চ্যালেঞ্জ দিলাম- পারলে জাকির নায়েকের মত হয়ে দেখান৷"

উত্তর : জাকিরের মত জ্ঞানপাপী হওয়া থেকে খোদার নিকট পানাহ চাই। আপনাকে চ্যালেঞ্জ নয়, দাওয়াত দিলাম। পারলে জাকিরের তৈরি করা জাহান্নামের পথ থেকে সরে এসে সত্য পথের পথিক হয়ে দেখান।

"আর গিবত নাকরে জীবিত জাকিরের সামনে গিয়ে মোকাবেলা করে এসে প্রমান দেন যে আপনি পুরুষ৷"

উত্তর : ৭ প্রকার লোকের দুষত্রুটি প্রকাশ করলে তা গীবত হয়না। ফেক্বাহ থেকে গীবত অধ্যায়টা পড়ে নিয়েন। আর পারলে জাকিরের কাছে আমার চ্যালেঞ্জ পৌছে দিয়েন। নমরুদের জন্য একটা ল্যাংরা মশা যথেষ্ট, জাকিরের জন্য একজন ঈমানদার যথেষ্ট ।
১৬
317557
৩০ এপ্রিল ২০১৫ রাত ০১:৩৪
সজল আহমেদ লিখেছেন : সহীহ্ ইসলাম যেখানে অর্থাত্‍ সৌদী আরবেই রয়েছে প্রায় ১০০০টি ইসলামী গবেষনা কেন্দ্র ,তো সৌদীর কয়টা গবেষনা কেন্দ্র থেকে তাঁকে কাফির ফতোয়া দেয়া হয়েছে ?
যেই ৫০০কথা তুমি ভাই উল্লেখ করলা তাঁর প্রত্যেকটাই শিয়া ইসলাম গবেষনা কেন্দ্র ।আর যদি চরমোণাই পোকা ওলীপুরী,দেওবন্দ,ব্রেলভীদের মত বেদাআতি ফতোয়াবাজরা হয় তাইলে তো কোন কথাই নাই ।
--ডাঃ নায়েকের নামে তোলা প্রধান ২৪টি অপবাদের জবাব--
৩০ এপ্রিল ২০১৫ রাত ০২:১৩
258679
সরল মন লিখেছেন : "সহীহ্ ইসলাম যেখানে অর্থাত্‍ সৌদী আরবেই রয়েছে প্রায় ১০০০টি ইসলামী গবেষনা কেন্দ্র ,তো সৌদীর কয়টা গবেষনা কেন্দ্র থেকে তাঁকে কাফির ফতোয়া দেয়া হয়েছে ?
যেই ৫০০কথা তুমি ভাই উল্লেখ করলা তাঁর প্রত্যেকটাই শিয়া ইসলাম গবেষনা কেন্দ্র ।আর যদি চরমোণাই পোকা ওলীপুরী,দেওবন্দ,ব্রেলভীদের মত বেদাআতি ফতোয়াবাজরা হয় তাইলে তো কোন কথাই নাই ।"


উত্তর : সৌদি গবেষকদের সময় আছে নাকি জাকির নায়েকের বিষয়ে বক্তব্য দেওয়ার ? তারা তো ইহুদী নাছারাদের দালালিতে ব্যাস্ত। তারা কতটুকু সহিহ ইসলামের ধারক বাহক তা অনুধাবন করতে পারবেন তাদের গ্রান্ড মুফতির কিছু ইসলামবিরোধী ফতোয়া দেখুন।

(১) ইসরাইল-বিরোধী মিছিল করা সম্পূর্ণ হারাম।
ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করা অর্থহীন সস্তা
আবেগপ্রসূত তৎপরতা মাত্র! ( http://goo.gl/
pudFLw )
(২) ইয়াযিদের বিরুদ্ধে ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু’র এর
অবস্থান ছিল হারাম। (না্উযুবিল্লাহ)
(৩) সৌদি আরবের জাতীয় উৎসব পালন করা হালাল ও
বৈধ। (সূত্র: দৈনিক উকায)
(৪) ব্যঙ্গ চলচ্চিত্রের প্রতিবাদে মার্কিন দূতাবাসে
হামলা করা হারাম ( http://goo.gl/5Ooz42 )
(৫) হ্যারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের উপর
খোদায়ী গজব এ কথা বলা হারাম। ( http://goo.gl/
KdDEvc)
(৬) মসজিদুল হারামের আশেপাশের প্রাচীন
(ইসলামী) নিদর্শন ভেঙ্গে দেয়া অন্যতম হালাল
ও উত্তম কাজ।
(৭) নারী কর্তৃক নারীদের অন্তর্বাস বিক্রয় করা
হারাম!
প্রকৃতপক্ষে এরা হচ্ছে
ইহুদীদের এজেন্ট, যার মূল কাজ ইসলামকে ধ্বংস
করা। একইসাথে ইহুদীরা কখনই চায় না মুসলমানরা সহিহ ঈমান আক্বীদায় অটল থাকুক।


০৩ মে ২০১৫ বিকাল ০৫:৪৩
259151
সজল আহমেদ লিখেছেন : এইতো ব্রেলভী ,দেওবন্দদের একটাই আক্বিদা ।যখন কথা বলে যাচাই করে বলেনা ।
উত্তর : সৌদি গবেষকদের সময় আছে নাকি জাকির নায়েকের বিষয়ে বক্তব্য দেওয়ার ? তারা তো ইহুদী নাছারাদের দালালিতে ব্যাস্ত। তারা কতটুকু সহিহ ইসলামের ধারক বাহক তা অনুধাবন করতে পারবেন তাদের গ্রান্ড মুফতির কিছু ইসলামবিরোধী ফতোয়া দেখুন।
(১) ইসরাইল-বিরোধী মিছিল করা সম্পূর্ণ হারাম।
ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করা অর্থহীন সস্তা
আবেগপ্রসূত তৎপরতা মাত্র!
হাহাহাহা সৌদীরা ইয়াহুদীদের দালাল ?
দেওবন্দরা এই বয়ান করে ।অথচ যখন লিংকে প্রবেশ করলাম তখন দেখা গেল এই নোটিশ:
Server Error in '/' Application.
The resource cannot be found.Description:HTTP 404. The resource you are looking for (or one of its dependencies) could have been removed, had its name changed, or is temporarily unavailable. Please review the following URL and make sure that it is spelled correctly.
Requested URL:/fulltext.aspx
০৩ মে ২০১৫ বিকাল ০৫:৪৮
259152
সজল আহমেদ লিখেছেন :
হারামের আশেপাশের প্রাচীন
(ইসলামী) নিদর্শন ভেঙ্গে দেয়া অন্যতম হালাল
ও উত্তম কাজ।

এটা গুজব মনে হয় ,যদি ঠিক হয় তাহলে তোমাকে ভাই একটা জিনিস লক্ষ্য করতে বলব ,প্রাচীন নিদর্শণ যদি মূর্তি হয় তাহলে তা ভাঙ্গা আর যদি কবর হয় তাহলে তা উঁচু না করে সমান করে দেয়া হালাল ।রাসুল সাঃ বারবার কবরকে পাকা করতে নিষেধ করেছেন ।রাসুল সাঃ এর কবর সমগ্র মুসলিম রাষ্ট্র এবং সমগ্র পৃথিবীর কাছে একটি বড় নিদর্শণ তাই রাসুল সাঃ এর কবর মোবারক বাদে সকল কবরকে সমান করে দেয়া উচিত্‍ ।
১৭
317579
৩০ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৩
মহুয়া লিখেছেন :
হয়তো সরল মনে লিখেছেন, সেজন্য বেনিফীট অভ ডাউট অর্থাৎ খানিক ছাড় দেয়া যায়। অন্যথায়, জাকির নায়েকের বিরুদ্ধে আপনার সমস্ত যে ‘সেলিকেটিভ তথ্য প্রমান এখানে উল্লেখ করেছেন এর সব গুলোর ‘শক্ত জবাব রয়েছে।
১। ইংরেজী শিক্ষিতদের উপহাস করার সাহস কেবল তাদেরই হয় যাদের বাংলা শিক্ষাও ঠিক মত হয় নাই। আপনি কি তাদের দলে? অনেক ইংরেজী শিক্ষিতদের কারনে পশ্চিমা বিশ্বে সঠিক দ্বীনের প্রচার চলছে প্রতিনিয়ত। জাকির নায়েকের ‘যুক্তির কারনে হাজারো (লক্ষ হলেও অবাক হব না) মানুষ কুফরী ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। যে মুহূর্তে আপনি আর আমি তাঁকে নিয়ে বিতর্ক করছি, সে মুহূর্তেও কিছু মানুষ তার ‘ডিজিটাল ইসলাম ( আপনার ভাষায়) প্রচারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে। এর কৃতিত্বটুকু তাঁকে না দিলে আমরা ‘বখিল হয়ে যাব, কোন সন্দেহ নেই। ডাক্তার হলে আল্লাহ্‌ বা রাসূলের কালাম প্রচার করা যাবে না এমন ‘বাণী কোথায় পেলেন? একটা শব্দ জানলেও তা অন্যদের জানানোর কথা বলা হয়েছে, নয় কি?
প্রমান১ এর উত্তরঃ তিনি বলেছেন, রাম নবী হতে পারে। বলে নাই তো, সে নবী! হাজারো সম্ভাবনার কথা তো আমরাও বলি! কাল বৃষ্টি হতে পারে, এটা কি প্রমান করে- কাল বৃষ্টি হবে?
সে বলেছে, ( ভাল করে শুনুন), মে বি হিজ, মে বি নট। তিনি বিতর্ক এড়িয়ে গেছেন এভাবে, আমার রাসূল বলেছেন ১২৪০০০ পয়গম্বর, বিভিন্ন জাতির মধ্যে আল্লাহ্‌ নবী পাঠিয়েছেন
২। কুরআনে গ্রামার ভুল রয়েছে সে স্বীকার করেছে?> আপনি শুনেছেন ভাল করে? আবার শুনুন, সে বলছে, আরবীর গ্রামারের জন্ম হয়েছে কুরআন থেকে, কাজেই আরবী গ্রামার দিয়ে কুরআনের ভুল ধরা তো সম্ভব নয়, (বরং কুরআন দিয়ে আরবী গ্রামারের ভুল ধরা যাবে)। সে কোন এক শয়তানের ২০ টা প্রশ্নের জবাব মোক্ষম দিচ্ছিল, একমত হল কোথায়?
৩। আপনার লিঙ্কে ভিডিও দেখতে পেলাম না, কাজেই কোন মন্তব্য করছি না।
৪। বিনা অজুতে কুরআন পাঠ ও স্পর্শঃ বড় আলেমদের কাছে জেনে দেখুন, (আব্দুল্লাহ ইবনে বা’য এর ফাতওয়া অনুসারে), কেবল মাত্র ‘গোসল ফরয হলে, সেক্ষেত্রে কুরআন স্পর্শ করা যাবে না, তিলাওয়াতের ব্যাপারেও তাই। অন্যথায় একজন মুসলিম ওজু না থাকলেও কুরআন স্পর্শ করা যাবে। তিলাওয়াত করা তো যাবেই। কাঠ মোল্লাদের ফাতওয়া নিয়ে লেখার ক্ষেত্রে দলিল দেয়া ঠিক নয়।
৫। ইয়াজিদ> জাকির নায়েক - ইতিহাসের বিষয় আলোচনা করতে অনীহা প্রকাশ করেছেন, এখানে ইয়াজিদের সমর্থন কোথায় হল? ইবনে তায়মিয়ার লেখা পড়েছেন? রাসুলের বংশধরগণ বেঁচে থাকলে তা রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে হুমকী হবে মনে করেছে হুসেন ( রাঃ) এর প্রতিপক্ষরা। আর পরবর্তীতে উমাইয়া গোত্রের হাত ধরেই আসে গৃহ পালিত ইমাম এর ধারনা। এবং এরাই গঠন করে ‘সুণ্ণি সেক্ট, মুয়াবিয়া ( রাঃ) ( রাঃ লিখতে হবেই), তারপুত্র ইয়াজিদ বা তাদের বংশ ধরগণই সুন্নীদের প্রধান পৃষ্ট পোষক, অন্যদের অর্থাৎ হুসেন( রাঃ) বা আলী (রাঃ) এর সমর্থকদেরতো প্রথমে শিয়া ( শিয়াত আলী- আলীর দল) পরে, তাদের মুসলিম থেকেই বের করে দিয়েছে আমার বা আপনার পন্থী – সুন্নি স্কলারগণ । ইতিহাস ভাল করে পড়ুন। আপনি নিজেও ইবনে তায়মিয়ার মতের বাইরে যেতে পারবেন বলে মনে হয় না।
৬। বেদ আল্লাহ্‌র বাণীঃ বাণী কিনা আমরা জানি না। বেদ আপনি পড়েছেন? এতে একটা বাক্য আছে—একমেবা দ্বিতীয়ম । অর্থ, নো ওয়ান বাট ওয়ান, আরবী ভাষায় অনুবাদ করলে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ( আল্লাহ্‌ এক ইউনিক শব্দ, বেলাল ( রাঃ) যে আহাদ, আহাদ করে চিৎকার করত তা জানেন ? এর অর্থ – সংস্কৃতে – একম, একম বা বাংলায় ‘একক, বা ‘একজন । অবাক হলেন? কেউ যদি একটা সম্ভাবনার কথা বলে তো সাথে সাথে তাঁকে আক্রমণ করতে হবে?
৭। লা মাযহাবী বানানোর দোহাইঃ আমি নিজে ঐ লেকচার পুরোটা শুনেছি, তিনি বড় চার ইমামের ‘কোটেশন দিয়েছেন। ‘যদি আমার বর্ণনাকৃত বিষয় থেকে আরও অধিক নির্ভর যোগ্য বিষয় পাওয়া যায়, তবে আমার মতকে দেয়ালে নিক্ষেপ কর”। জাকির নায়েক সেটাই বলছেন, তার বর্ণনা র চাইতে অধিক নির্ভর যোগ্য প্রমান পাওয়া গেলে, তার বর্ণনাকে দেয়ালে ছুঁড়ে মারতে বলেছেন। ঠিকই তো বলেছেন। ‘অধিক নির্ভর যোগ্য দলিল তো গ্রহণ করতে হবে! ভুল কোথায়?
সাধু সাবধান। জটিল মন যেন না হয়, সরল মন!
০২ মে ২০১৫ রাত ০২:৪৯
258793
সরল মন লিখেছেন : "জাকির বলেনাই তো রাম অর্জুন নবী, বলেছে নবী হতে ও পারে, নাও হতে পারে। তাতে সমস্যা কি ?

উত্তর: জাকিরের অনেক কিছু কুকুরের সাথে মিলে, তাই জাকির কুকুরের পেঠে জন্মাতে পারে, নাও জন্মাতে পারে। এই কথা বললে সমস্যা কি ??


‘বেদ’ আল্লাহর
কিতাব হতে পারে।"

উত্তর: মহান আল্লাহ পাক বলেন, “অতএব তাদের জন্য আফসোস, যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে -এটা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে অবতীর্ণ – যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে।” (সূরা আল বাকারা – 79)
এর অর্থ দাড়ায় কাফিরেরা কিতাব লিখত এবং সেগুলো আল্লাহ পাকের নামে চালাতো এবং তারা সেখানে আল্লাহ পাকের নাম মুবারক উল্লেখ করত।
এখন আল্লাহ পাকের নাম থাকলেই সেটা
আল্লাহর বাণী, এমন ভাবলে জাকির নায়েককে হাতুড়ে ডা: ছাড়া কি বলবো ?
আর আল্লাহ পাকের কিতাব 104 টি। জাকীর নায়েক কি সেটাও সন্দেহ করে? যেখানে তাওরাত.শরীফ,ইনজিল শরীফ বিকৃত হয়ে যাওয়ায় বাইবেলকেই আর আল্লাহ পাকের কালাম বলা যাবে না। সেখানে সে বেদকে আল্লাহর বাণী স্বীকার করে নিতে রাজি হয় কিভাবে!


আর ইসলামের ব্যাপারে এই সমস্ত মনগড়া কথা জাহেল ছাড়া কেউ বলবেনা। কারণ এই সমস্ত কথা সিহাহ সিত্তার এমনকি সাধারন কোনো ইসলামী বইয়েও নাই।
১৮
319719
১৩ মে ২০১৫ সকাল ০৯:৩৮
মহুয়া লিখেছেন : ইন্নামাল আমালু বিন নিয়্যাত। কোন নিয়তে আপনি কি করছেন তা আল্লাহ্‌ই ভাল জানেন।
ব্রিটিশ ও ক্যানাডিয়ান সরকার জাকির নায়েকের ভিসা প্রত্যাহার করেছে। কারনটা কি জানেন? তার মত ‘ Comparative Theology’ র একজন বিশেষজ্ঞ, যে কোন খৃস্টান পণ্ডিত কে বিতর্কে হারিয়ে দেবে। আরে মিডিয়ার যুগে তার কি ফলাফল হবে- ভাবুন একবার।
আপনি না জেনেই, ইসলাম বিরোধীদের কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন- জাকির নায়েকের বিরোধিতায়।
আল্লাহ্‌ আমাদের সবাইকে ‘জ্ঞানের গভীরতা’ দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File