মুসলিম ভাইদের জন্য একটি জরুরী বিষয় ।
লিখেছেন লিখেছেন সরল মন ১২ নভেম্বর, ২০১৩, ০৭:১৫:০৬ সন্ধ্যা
অনেক সময় আমারা মসজিদে দেখি নামাজরত অবস্থায় অনেকের মোবাইলে কল
আসে | অনেকে জানতে চায়, নামাজরত অবস্থায় কল বন্ধ করা যাবে কিন ??
উত্তর- না, নামাজরত অবস্থায় মোবাইলে কল আসলে বন্ধ করা যাবে না | যদি করে তবে নামাজ নষ্ট হয়ে যাবে | নামাজে ভিতর কোন
কিছু করতে তিন তাসবীহ এর বেশী সময়
ব্যয় , অথবা দুই হাত ব্যবহার করা হলে তাকে আমলে কাছীর বলে |
এটা করলে নামাজ নষ্ট হয়ে যায় |
মোবাইল কখনোই তিন তাসবীহ এর ভিতর বন্ধ করা সম্ভব না |
তাই, সকলের অবশ্যই কর্তব্য নামাজে দাঁড়ানোর পূর্বে ভালো ভাবে খেয়াল
করা মোবাইল বন্ধ আছে কিনা | কারন
মোবাইল বাজিয়ে অন্য দশ জনের
নামাজে ব্যঘাত সৃষ্টি করাটা চরম অন্যয়
হবে |
এ ব্যাপারে সবার সতর্ক হওয়া উচিত |
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন