অমূল্য সেই বানী
লিখেছেন লিখেছেন রুপকথা ০২ ডিসেম্বর, ২০১৩, ০৬:৪৩:১৭ সকাল
মানুষের জন্য চারটি স্তম্ভ উত্তম চরিত্র ,উদারতা,বিনয় ও কৃতজ্ঞতা ।আর এই চারটির ওপরে পৃথিবীতে মানুষের পরিপূর্ণতা দ্বীনদার,চক্ষুলজ্জা সংরক্ষণ ও বিশস্ততা। সমাজ জীবনে সম্পূর্ণ মিশে যাওয়া মন্দ সঙ্গী উৎপাদন করে।আবার সম্পূর্ণ আবদ্দ হয়ে থাকলে তা সমাজের বৈরিতার কারন হয়ে দাড়ায় ।তাই এর মধ্যবর্তী অবস্থানে থাকাটাই উত্তম।কার মর্যাদার চাইতে যতটা বেশি সম্মান তাকে আমি দিব আমার সম্মান তার কাছে ততোটাই নিচে নেমে যাবে। ইতর শ্রেণীর মানুষ তার চাইতে বড় কাউকে সহ্য করে না,দেখতে পারে না।সে সবসময় বড়কে হেয় করে ,তার সমকক্ষ করার চেষ্টা করতে থাকবে।জ্ঞানীদের মজলিশে কাগজ কলম ছাড়া যাওয়া গম ভাঙ্গা কলের কাছে গম ছাড়া যাওয়ার মতই। কন নীচ কৃপণের কাছে যদি ভাল কিছু করে তবে তার নিন্মতম শাস্তি বঞ্ছনাও বেরথতা ।মানুষের স্বভাব তিরস্কার যোগ্য ।যে তার কাছ থেকে দূরে যেতে চায়,সে তারই আর কাছে যেতে চায় এবং যে কাছে থাকে ।তার কাছ থেকে সে দূরে যেতে চায় ।পৃথিবী ও পরকালের কল্যাণ এই পাঁচটি বৈশিষ্টের ওপর নির্ভরশীল সব রকম অভাব অন্তর ,কারো দুঃখ কষ্টের কারন না হওয়া ।হালাল উপার্জন সমস্ত মন্দ বেঁচে সদা সতর্ক চেষ্টা এবং সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভরতা যারমধ্যে জ্ঞানের প্রতি ভালবাসা নেই ,ভাল বলতে তার ভীতরে আরকিছুই নেই।এমন লোকের সাথে সম্পর্ক ত বহু দুরের ব্যাপার পরিচিতি রাখাও উচিত নয়।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন