আমার ছোটবেলা

লিখেছেন লিখেছেন রুপকথা ১৮ নভেম্বর, ২০১৩, ১১:২১:১৭ রাত

ব্লগে আমি প্রথম লিখছি ।আমার জন্ম গ্রামে।তাই গ্রামিন পরিবেশের সাথে সখ্যতা আমার ছোটবেলা থেকেই । শহরের যান্ত্রিকতা আমার কখনও ভাল লাগত না।শহরের জীবনটাকে আমার কাছে কেমন যেন চার দেয়ালের মাঝে বন্দি মনে হয়। যা বলছিলাম আর কি আমার ছোটবেলার সেই গ্রাম সেই পরিবেশ আজও আমাকে হাতছানি দিয়ে ডাকে। বিশেষ করে আমার গায়ের পাশ বয়ে যাওয়া ছোট্ট নদী, নদীতে গোসল করা,আছলে ছাঁকিয়া ছোট মাছ ধরা আজ ও আমিভুলতে পারি নাই। নদীর পাশেই ছিল কাশফুলের বাগান ।মাঝে মাঝে চোখ বন্ধ করে সেই ছবিটি দেখার চেষ্টা করি। রবিন্দ্রনাথের সেই কবিতা-- আমাদের ছোট নদি চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ,পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি,মনে হয় আমার এই নদীকে নিয়ে লিখা।

বিষয়: বিবিধ

১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File