আমাদের নেতাদের মূর্খতা
লিখেছেন লিখেছেন সবার আমি ১৯ এপ্রিল, ২০১৪, ০২:২৪:২৬ রাত
আউটসোর্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ন দিন ছিল সেদিন। বেসিস এর পক্ষ হতে সেরা আউটসোর্সারদের পুরষ্কার প্রদান করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাম ধন্য মন্ত্রী সাহেব। মন্ত্রী সাহেব তো মঞ্চে উঠেই অবাক করে দিল সকল আউটসোর্সারদের। সুন্দর ভাষায় বলে দিল তার প্রযুক্তিতে মূর্খতার কথা। সামান্য পরিমান লজ্জা করলনা তার কথা গুলো বলতে। আমি মন্ত্রী সাহেবের কিছু বলা কথা আপনাদের সাথে শেয়ার করছি। “দেখ আমি প্রযুক্তির কিছুই জানিনা (বলে রাখা ভালো উনি কিন্তু প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের একজন মন্ত্রী), আমাকে আমার ভাতিজা (প্রতিমন্ত্রী) যা বলে আমি তাই করি। যা দরকার তা চায় আর আমি সাইন করে দেই। আগে আমরা অফিসের কাজ শেষে বাড়তি কিছু আয় করার জন্য কাজ করতাম(ওভার টাইম), আমি মনে করি সেটাই আউটসো ির্সং। আমি শুনেছি ঘরে বসে নাকি ইনকাম করা যায় আর তোমরা তাই কর।” এভাবেই কথা বলছিলেন মন্ত্রী সাহেব। এর মধ্যেই তার ভাতিজা চলে আসে আর সাথে সাথেই মন্ত্রী সাহেব চিৎকার করে বলে উঠে ভাতিজা আমারে বাচাও। আমি আর কিছুই বলতে পারতাছিনা।
বাহঃ কি চমৎকার তাই না??
আমাদের হেড অব দা ডিপার্টমেন্ট এর যদি হয় এই অবস্থা তাহলে আমরা কি আর আশা করতে পারি । কি করে ওরা বুঝবে আমাদের কতটা ইন্টার্নেট স্পিড দরকার। কি করে ওরা বুঝবে আমাদের পে-পাল এর কতটা দরকার। যদি বুঝতো তাহলে এই সেক্টর এর হাত ধরে বাংলাদেশের বেকার সমস্যা অনেকটাই কমে যেত। বাংলাদেশ হয়ে উঠত বেকার মুক্ত। আর বলেই বা কি লাভ!! আমাদের নেতারা তো আর যেগ্যতার জোরে নেতা হয়না। যদি হতো তবে দেশের চেহারাই বদলে যেত। ধিক্কার জানাই সেই মন্ত্রীদের যারা অযোগ্য হয়েও চেয়ারে বসতে লজ্জা পায়না।
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন