আল্লাহ হাত দিছে তো মুখে কি???
লিখেছেন লিখেছেন সবার আমি ২৫ নভেম্বর, ২০১৩, ০৯:০৭:৩১ রাত
কিছুক্ষন আগেই তফশিল ঘোষনা করল সরকার সমর্থিত নির্বাচন কমিশন। সাধারন জনগনের বাকশক্তি কেড়ে নিয়ে এই তফসিল ঘোষনা করাল হাসিনা।
অপর দিকে বি এনপি এবার কি ঘোষনা দেয় সেটা দেখার অপেক্ষায় আছে আমার মত সাধারন জনগনেরা। আমার মনে হয় এবার আর কোন কথা নয়। ডিরেক্ট একশান এ যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের জনগনদের সংখা ঐ ফুলিশ আর বিজিবি দের চাইতে অনেক বেশী। যেখানেই পাবেন খালি মাইর। গনধোলাই ছাড়া কোন কথা নয়। দরকার হলে হাতিয়ার নিয়েই বের হন সবাই। এবার সময় এল শত্রু মুক্ত বাংলাদেশ গড়ার । হাম্বালীগের দল দের চিরতরে উৎখাত করতে হবে বাংলার জমীন হতে।
আমরা সাধারন মানুষ, সরকার হতে তেমন কিছুই আমরা পাই না। যা পাই আমরা কষ্ট করেই পাই । আমরা শান্তি পছন্দ করি । ইসলামের আদলে জীবন টাকে কাটাতে চাই। কিন্তু হাছিনা সরকার যেভাবে ইসলামের সাথে তথা মুসলমানদের সাথে মুনাফেকি করল তাতে এই হাছিনা কে আমরা আর ছেড়ে দিতে পারিনা।
হাসিনা আজ তফসিল ঘোষনা করানোর মাধ্যমে চুড়ান্ত যুদ্ধের ঘোষনা দিল মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু হছিনা ভুলে গেছে যে বাকশাল গুরু ফেরআউন নিজেও পারেনি মুসলমানদের সাথে যুদ্ধ করে জিততে।
বিষয়: রাজনীতি
১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন