আর ঘরে থাকার সময় নয়

লিখেছেন লিখেছেন সবার আমি ১১ নভেম্বর, ২০১৩, ১০:৪৯:৩৯ রাত

বিগত কয়েক মাস হতে দেশের অবস্থা খুব একটা ভালো নয়।এটা সবাই জানি আমরা। সরকার প্রথমে শুধু জামায়াত কে শেষ করার কাজ শুরু করেছিল যদিও তা তারা পারবেনা কখনওই। তখন সবাই বলেছিল যে এটা রাজনৈতিক ব্যাপার ।

কিন্তু যখন সরকার গোটা ইসলামের বুকে তথা ইসলামী মুল্যবোধের উপর আঘাত হানলো দুখের বিষয় হল ঠিক তখন ও অনেকেই বলেছে এটা রাজনৈতিক ব্যাপার। একদিকে সরকার প্রধান কোন এক নাস্তিকের মৃত্যু তে তার বাসায় গিয়ে ঘোষনা দিলো সেই নাস্তিক নাকি আমাদের ২য় প্রজন্মের শহীদ। অন্যদিকে গঠনতন্ত্রে আল্লাহর উপর পূর্ন আস্থা থাকায় জামায়াত কে নিষিদ্ধ করার ঘোষনা করল। অথচ কিছু মুসলমানদের ঘরে জন্ম নেওয়া দেশপ্রেমিকরা তখনও বলছিলো সরকার নাকি ইসলামের পক্ষে।

মতিঝিলে যেদিন সরকার সাধারন মুসলমানদের উপর হামলা করে অনেক ভাই কে মেরে ফেললো তখনও কিছু হাম্বার দল বলেছিল “মারবে নাতো কি করবে ওরা সরকারের বিরুদ্ধে আন্দোলন এ যায় কেন?” অনেকে তো বিশ্বাস কি করতে রাজি হয়নি যে ঐদিন মানুষ মারা গেছে। অথচ আমি নিজে সেদিন মতিঝিলে ছিলাম, দেথেছি কিভাবে একটা আধমরা লোককে টেনে হিছড়ে ময়লার গাড়িতে তুলছে। সেদিন মনে হয়েছিল কল্পনার ২৬মার্চ বুঝি চোখে দেখছি।

আমাদের দেশের প্রতি এতই ভালোবাসা যে আমরা রাসূল(সাঃ) এর অবমাননাকে সহজেই মেনে নেই দেশ চেতনার কথা বলে। ধিক্কার জানাই এই চেতনার প্রতি।

আমরা এত গভির ঘুমে যে, হাসিনা নামক কাল সাপ দেশের ইসলাম প্রিয় মানুষদের বুকে ছোবল মারছে আর আমরা কিছুই বলছিনা। হয়ত এত কিছু হবার পরও অনেকেই এই কুলাংগার হাসিনাকে ভোট দিবে।

আমরা আজ এমন ঘুমে বিভোর যে, আমাদের চোখের সামনে দিয়ে অন্যায় চলছে আর আমরা বলছি আমার তো কিছু হচ্ছেনা। অনেকে আবার বলছে আমরা বাসায় বসে থাকবো তাহলেইতো কিছু হচ্ছেনা। বাহঃ কি চিন্তা এই সব আবাল দের।

অবশেষে একটা অনুরোধ সকল মুসলমানদের প্রতি দয়া করে চূড়ান্ত সময়ে ঘরে বসে থাকবেন না। দেশ হতে শয়তানদের উচ্ছেদ করা আপনার আমার ঈমানী দায়িত্ব।

বিষয়: রাজনীতি

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File