মন্দের প্রেম
লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২০ নভেম্বর, ২০১৪, ১২:২৫:২৪ দুপুর
ভালবাসায় কোন মাত্রা থাকেনা । ভালবাসা বাঁধ ভাঙা জোয়ার, ভালবাসা বসন্তের ফুটন্ত ফুল.... সর্বজনে বলে ভালবাসা করা নাকি ভুল । সবাই মনে করতে পারে আমি 'ভালোবাসার লেকচারার । আসলে আমি যে কথা বলতে চাচ্ছি তার বিপরীত চলে গেছি । আমার মূল কথা হচ্ছে বছর চারেক আগে আমি কিছু ইউনিভার্সিটির নতুন বন্ধুদের সাথে মিশেছিলাম, তাদের চলার পদ্ধতি তাদের আচার- ব্যবহার ছিল সম্পূর্ণ ভিন্ন রকম । আসলে অমার কৌতুহল ছিল তাদের সাথে মিশে তাদেরকে জানা । আমি যে গন্ডির মাঝে বড় হয়েছি ওরা আসলে সে রকম নয় । মূল কথায় আসি ......
ওদের সাথে নিত্য নৈমিত্তিক মিশতে থাকি । রাত হলে ওদের চেহারা পাল্টে যেত.... ওদের হাতে বড় বড় বোতল হকিস্টিক ও দেশীয় অস্ত্র থাকত। ওরা এসব ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত । কেউ আ'লীগ এর বিরুদ্ধে বললে হাত পা ভেঙে ম্যানহোলে ঢুকিয়ে রাখত । এছাড়া ওদের ছিল প্রচুর প্রেম করার অভিজ্ঞতা এবং কিভাবে সহজ সরল মেয়েগুলোকে কাবু করা যায় এবং তাদের চরিত্র হনন করা যায় সে ব্যাপারে অভিজ্ঞ । ছোট্ট একটা ঘটনা তপন (ছদ্মনাম) সে অনেক সুন্দর একটা মেয়েকে তার প্রেমে কাবু করে ফেলেছে । প্রেম তখন আমি না বুঝলেও এখন ঠিক বুঝি । সে প্রায়ই মেয়েটির সাথে ফোনালাপে মত্ত থাকতো । মাঝে মাঝে তাকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেত এবং ছেলেটির মনোরঞ্জন এর জন্য মেয়েটিকে আবাসিক হোটেলে ও যেতে হত না গেলে ইউনিভার্সিতে পড়তে পারবেনা মেরে ফেলা হত ইত্যাদি ইত্যাদি হুমকি দেয়া হতো । ইচ্ছায় অনিচ্ছায় তাকে একাজ করতে হতো ছাড়াও তপন ছিল অনেক প্রতাবশালী । সে ফোনে এত বেশী মত্ত ছিল যে তার অন্য বাজে অভ্যাস গুলো পরিত্যাগ করে ফেলেছে । কোন কোন সময় ফোন বন্ধ পেলে ছেলেটি একপ্রকার পাগলই হয়ে যেত,, খাওয়া দাওয়া ছেড়ে দিত নিত্য নৈমিত্তিক কাজ গুলো ছেড়ে দিত । এভাবে আবার খুনসুটি করে মিল হতো । এভাবে হঠাৎ একদিন মেয়েটির ফোন চিরতরে বন্ধ করে দিল মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেল ...। অনেকদিন পর তার স্বামীসহ ছেলিটির সঙ্গে দেখা হলে ...যে করুণ ঘটনা ঘটে তা অত্যন্ত হৃদয় বিদারক তার স্বামীকে মেরে মেয়েটিকে নির্মম অত্যাচার করে । তারপর আরো কিছু ঘটে...........
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন