তোমার অভিনয়

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২৭ নভেম্বর, ২০১৩, ১১:২৩:৫৮ রাত

কোন সে পথের পথীক আমি আমার জানা নাই,

এটুক জানি আজ আমার কোল কিনারা নাই ।

কোথাই গেলে পাব আমি একটু খানি ঠাঁই

মনের মালিক বলে দেনা ওগো মনসায় ,

তার কাছে কি আমার একটু খানি আশ্রয় নাই

যাকে ঘিরে ছিল স্বপ্ন ছিল সাধনা

সে কি বুঝেছে মোর এত যে বেদনা

তার কাছ থেকে পেয়েছি শুধু অবহেলা

মন নিয়ে করেছে সে বিশাল বানিজ্য মেলা ।

সে যে ছিল মোর নয়ন মনি হৃদয়ের পিঞ্জিরা

পালিয়ে গেল আমায় ছেড়ে ভেঙে ঝিঞ্জিরা

কত জন কে মন দিল, কত জন কে দিল আশ্রয়

তবে কেন এ ভিখারী কে দিল না একটু প্রশ্রয়

শুধুই করে গেলে আমায় নিয়ে খেলা আজ আমি সুখেই আছি ভীষন একলা

আপন নীড় ছেড়ে তুই বাসা বাঁধলি অন্য নীড়ে

কত যন্তনা দিলে তুই হাজার লোকের ভীড়ে

কোন দাম ছিল না মোর শুধু করে গেলে হেয়ালি

একদিন বুজবে তুই আমি ছিলাম তর জুই, কদম, চম্পা ,বেলী ......

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File