স্মৃতি চারণ
লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ১৩ নভেম্বর, ২০১৩, ০১:০৪:৪৪ দুপুর
বিকালটা প্রায়ই গুরে ফেরে কাটাতাম, কোন দিন বাই সাইকেল কোন দিন মোটর সাইকেল কখনো বা হেঁটে পাড়া গায়ের অজর ঝোপ জঙ্গলে পাশ দিয়ে গায়ের অসংখ্য দূষ্ট ছেলেদের ভিরে মজা করে কাটত সময়, সময় কেটে যেত ছোট খাট দূষ্টমি আর ফল মূল চোর মারি মাধ্যমে, এ জন্য কত যে বাবার মার এবং বকা খেতে খেতে যেন মনে হয়েছিল জীবনটায় বুজি বৃথা এবং বন্দী জীবন যাপন করছি । যাইহোক কিছুদিন যেতে না যেতেই বাঁচা গেল , এস এস সি পরীক্ষা দিয়েই চলে এলাম ঢাকাই, এত শাসন থেকে বাঁচা গেল তার পর শুরু হল নতুন আর এক জীবন নতুন কিছুর সাথে পরিচয় নতুন এক জগৎ ,কিন্তু ছোট্ বেলার সেই সব স্মৃতি আজ ও যেন মনে বাজে, আজ জীবনের তাগিদে কর্ম পেরনা জীবনকে যেন এক যান্তিক কারখানা মনে হচ্ছে, আজ ছেলেবেলার সেই সব বন্ধুদের মনে পরে, আমি আজ ও বুলিণী । অবশেষে বলি বন্ধু বুলে যেওনা কখনো যেখানেই থাক যেবাবেই থাক মনে রেখ আমি ও আছি এখনো ।....
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন