কবির অনুভুতি ও আবেগ

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ১১ নভেম্বর, ২০১৩, ০৪:১৯:১৫ বিকাল

আমি আছি বলে দুঃখ পাও তুমি, তাই আমি যাব চলে

এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্বলে

আর আসিবেনা আশান্তি, আর আসিবেনা ভয়ের ভ্রান্তি

আর ভাঙেবে না ঘুম নিশেথে গো

জাগো প্রিয়া জাগো বলে.....

আমি চির তরে দুরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশে, বেনী যাবে যবে খুলিতে

তোমার সুরের নেশায় যখন

িঝমাবে আকাশ কাঁদিবে পবন

রোদন হইয়া আসবি তখন তোমার বক্ষে ঝুরিতে

আসিবে তোমার পরমোৎসবে কত প্রিয়জন কে জানে

মনে পরে যাবে কোন সে ভিখারী পায়নি ভিক্ষা একানে ......

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File