বিখ্যাতদের ঈদ ভাবনা (রম্য)

লিখেছেন লিখেছেন বিকল কপোট্রন-এক্স রে ২৬ জুলাই, ২০১৪, ০৫:১১:৪২ সকাল

ঈদের শপিং নিয়ে শুধু আমাদেরই ভাবনা নেই। বিখ্যাত ব্যক্তিরাও ঈদের শপিং নিয়ে ভেবে গেছেন অনেক কিছু। আসুন দেখে নেই কে কি ভেবেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুর:-

চারিদিকে গিজগিজ মানুষের বরষা।

শপিং মলে ঘুরে বেড়াই, নাহি ভরসা।

রাশি রাশি ভারা ভারা

শপিং করা হল সারা,

গিন্নি কে দেই তাড়া

চলো এবার বাসা

কিনিতে কিনিতে পোশাক ফুরালো টাকা পয়সা।

এতগুলো শপিং ব্যাগ, আমি একেলা।

দুই হাত জুড়ে তারা করিছে খেলা।

গিন্নি কে দেখি একা,

মুখ খানি মেকআপ মাখা

হেটে চলে আঁকাবাকা

সাড়াটি বেলা,

শপিং ব্যাগে ডুবে আমি, হাটি একেলা।

কাজী নজরুল ইসলাম:-

সাম্যের গান গাই -

আমার চক্ষে পাখি-পাঞ্জাবী কোনো ভেদাভেদ নাই।

ঈদে যা-কিছু মহান্ পোশাক চির-

মনোহর

অর্ধেক তার কিনিয়াছে নারী, অর্ধেক তার নর।

ঈদে যা-কিছু এলো নতুন ডিজাইন জর্দ্দা পান সুপারি

অর্ধেক তার পরিয়াছে নর, অর্ধেক তার নারী।

বিদেশী পোশাক বলিয়া কে তোমার পাখিকে করে হেয়-জ্ঞান?

তারে বল, আদি-পোশাক আর নহে,

এখন সব মডার্ন।

সুফিয়া কামাল:-

"হে কবি, নীরব কেন ঈদ যে এসেছে ধরনীতে,

শপিং মলে যাইবে না নাকি পাখি ড্রেস কিনিতে?"

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

"দোকানের দুয়ার গেছে কি খুলি?

পাখির দাম কমিয়াছে কি? এসেছে কি নতুন ডিজাইন?

রমনীরা কি পাখির টানে হয়েছে অধীর আকুল?"

ফররুখ আহমদ:-

শপিং শেষ হতে কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার কত সময় যাবে লেগে?

পাখি, লুঙ্গী ড্যান্স ওঠেনি কি শপিং ব্যাগে?

তুমি হাটছো দুলে দুলে, আমি ব্যাগ টানি আয়েশ ভুলে;

ঘেমে নেয়ে একাকার, শূণ্য মানিব্যাগ নাড়ি।

শামসুর রহমান:-

'এই যে আসুন, ঘুরে যান আমাদের দোকান।

বউ ছেলেমেয়ের ঈদের পোশাক কিনে নিয়ে যান

দেখিয়ে পাখি ড্রেস টিকে-

বললাম পানসেমুখো ক্রেতাকে

"এ পোশাক এনেছিলাম অনেক, এক পিসই আছে এখন,

হুহু করে বিক্রী হয়ে গেছে সবগুলো

আপনার জন্য এ এক পিসই পড়ে ছিল"

মুনীর চৌধুরী:-

মানুষ মরে গেলে পঁচে যায়। বেঁচে থাকলে শপিং এ যায়। কারনে অকারনে শপিং এ যায়। সকালে বিকালে শপিং এ যায়।

লালন শাহ:-

শপিং মলে অচিন পাখি কেমনে আসে যায়,

একবার ধরতে পারলে সোহাগ করি

দিতাম তারে গায়।

কেমনে আসে যায়।

নিউটন:-

স্বামীদের মানিব্যাগ ফাকা হওয়ার হার তার উপর প্রযুক্ত শপিং ব্যাগের সমানুপাতিক এবং স্ত্রী যেদিকে রওনা দেয় স্বামীদের গন্তব্যস্থলও সেদিকে হয়।

বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248266
২৬ জুলাই ২০১৪ সকাল ০৫:১৭
রাইয়ান লিখেছেন : হা হা হা .... হি হি হি .... এত্ত মজা করে কেমনে লেখেন ? হাসতে হাসতে .... Rolling on the Floorবিশেষ করে ,
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

"দোকানের দুয়ার গেছে কি খুলি?

পাখির দাম কমিয়াছে কি? এসেছে কি নতুন ডিজাইন?

রমনীরা কি পাখির টানে হয়েছে অধীর আকুল?"

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জুলাই ২০১৪ সকাল ০৫:২৪
192742
বিকল কপোট্রন-এক্স রে লিখেছেন : সবই ফাইজলামি থেকে এসেছে :-P
ধন্যবাদ রাইয়ান ভাই :-)
248269
২৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৩২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এরিয়েল শ্যারণ, খালেদ মিশাল, আইজেক রবিন, জেনারেল সিসি,নরাদম মোদি, হাসিনা, খালেদার ঈদের ভাবনার কথা জাতি জাইনবার পারলো না!
২৬ জুলাই ২০১৪ সকাল ০৬:২০
192743
বিকল কপোট্রন-এক্স রে লিখেছেন : রাজনীতিবিদ রা কুখ্যাত হয়, বিখ্যাত নয় :-P
248275
২৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক মজা করার জননো ভালো লাগলো লিখাটি।
২৬ জুলাই ২০১৪ সকাল ০৬:২২
192744
বিকল কপোট্রন-এক্স রে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য :-)
248393
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৪:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটু ভুল হইসে।
হবে নব্বই ভাগ কিনিয়াছে নারি ১০ ভাগ শুধু নর।
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:২০
192887
বিকল কপোট্রন-এক্স রে লিখেছেন : এ বিশ্বে কল্যানকর জিনিসও সম্ভবত নারী অর্ধেক করেনি :-P
২৬ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৪
192892
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নিয়া ফেসবুকে একটা ষ্ট্যাটাস দিয়া আমি যে অবস্থায় পরসি সেটা আর বললামনা।
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
192905
বিকল কপোট্রন-এক্স রে লিখেছেন : কোনটা নিয়ে? এটা? " নব্বই ভাগ
কিনিয়াছে নারি ১০
ভাগ শুধু নর।"?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File