নিজেকে খুঁজে ফিরি-২

লিখেছেন লিখেছেন এম আর রাসেল ২৬ মে, ২০১৪, ১২:৫৯:৪৯ রাত

অনেক দিন ধরে তৈরি করা কিছু বদ অভ্যাস নতুন কিছু করতে অনেক বাধার সৃষ্টি করছে। নরম বিছানার আয়েশী ঘুমের হাতছানির ডাকে সাড়া দিয়ে ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া খুব ভাল লাগার কাজের মধের একটিতে পরিণত হয়েছে। এই রাজ্যে রাজার একচ্ছত্র আধিপত্যে অন্য কারও হস্তক্ষেপ করার কোন সুযোগ বা অধিকার কোনটিই নেই বলে রাজার ইচ্ছামত রাজ্য চলবে এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যখন এই রাজা ছিল মায়ের কোলে মানে নিজের আবাসভূমিতে তখন এই রাজার অবস্থা ছিল অন্যরকম। ঘুমের রাজ্যে রাজা তখন ছিল পরাধীন একজন মানুষ। কারন তখন রাজাকে খুব সকালে ঘুম থেকে উঠতে হত বাস্তব জগতে রাজার সবচেয়ে ভালবাসার মানুষ তার সবথেকে কাছের মানুষ মায়ের কারনে। আরামের ঘুম ছেড়ে উঠে স্কুলের জন্য তৈরি হওয়া, তার পর স্কুল ভ্যানে করে স্কুলে যাওয়া, দুপুরের ঘুম বাধ দিয়ে কোচিং করা অতপর ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাসায় ফিরা ছিল নিত্যদিনের রুটিন। এ ছিল আমার কিন্ডার গার্ডেনের কিছু নিয়মে বাধা জীবন। পুরা সপ্তাহ চেয়ে থাকতাম শ্রুক্রবারের দিকে কারন ঐ দিনটাই ছিল আমার ছুটির দিন, এই দিনে পড়াশোনা কম করা আর খেলার মাঠে অধিক সময় কাঠানো ছিল বৈধ ব্যাপার, বৈধ বললাম এই কারনে যে এই দিন খেলতে গেলে আম্মুর বকুনি শুনতে হত না।সময়ের হাত ধরে অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি অনেক দূরে। অনার্স জীবনের শেষের দিকে এসে এখনও আমি খুঁজে ফিরি সেই সকাল যা হয়তো আর আসবে না ফিরে তারপরও মন খুঁজে পেতে চায় সেই সকালটাকে। বাঁধনহীন জীবনের এই ক্ষনে আবার আমি সেই সুন্দর সকালটাকে উপভোগ করতে চাই এই জন্য চলছে প্রচেষ্টা।

নামাজ শেষে ঘুম যেন যায় হারিয়ে আমার চোখ থেকে

দেখব আমি সকালটাকে আমার মতো করে

দেখব আমি ভোরের আলো, খুঁজব নতুন পথ

পথের মাঝে যাব হারিয়ে, আনব নতুন ভোর



বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226287
২৬ মে ২০১৪ রাত ০৩:২৬
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ সকাল ০৮:১০
173275
এম আর রাসেল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File