নিজেকে খুঁজে ফিরি-১

লিখেছেন লিখেছেন এম আর রাসেল ১৬ মে, ২০১৪, ১০:৫৭:১৬ রাত

ভাবনার জগতে যদি কিছুক্ষন ডুব দেয়া যায় তবে হরেক রকম চিন্তার উদয় হয় আমার মাঝে। চিন্তাগুলো বিভিন্ন দিকে প্রবাহিত হওয়ার জন্য অবিরত ছোটাছুটি করে আপন মনে। চিন্তার এই ছোটাছুটি আর একে কুক্ষিগত করে রাখার ক্ষমতা যখন শেষ হয়ে যায় তখন ভাবুক মনের কথাগুলো খুঁজে নেয় তার রাস্তা হয় কোন ছন্দের আঁচড়ে নয়তো কোন না ছায়ার আবরণে। অনেক সময় যখন এই ছায়ার আবরণ কেটে যায় তখন আবার এই অব্যক্ত কথাগুলোও হয়ে উঠে সজীবতায় ভরপুর কোন গল্পগাথা। সব কিছুকেই মনে হয় ছন্দের বাঁধনে বা কথার বাঁধনে বেঁধে রাখা যায় না, যায় না বলেই হয়তোবা না পাওয়ার বা আশা পূরণ না হওয়ার একটা বেদনার ছাপ অনেকের মাঝেই দেখা যায়। সবাই জীবনকে একটা ছন্দের মাঝে বাঁধতে চায় কিন্তু এই চাওয়া আর এই চাওয়াকে পাওয়ায় পরিনত করার জন্য যে চেষ্টা করা দরকার যেই চেষ্টা কেন জানি কেউ করতে চায় না। ডিজিটাল যুগে অনেকে সবকিছুকেই অতি অল্প সময়ে পাওয়ার আশায় ব্যাকুল থাকে, সবকিছুকেই তাদের কাছে সার্চ ইঞ্জিন গুগল মনে হয় যেন সার্চ দিলেই পেয়ে যাবে তার অতি আকাঙ্ক্ষিত বিষয়ের দেখা। আশেপাশের অনেককেই দেখি কোন বিষয়ে না যেনেই মন্তব্য জুড়ে দিতে ভাব খনা এমন মনে হয় বলতে পারলেই এক বিশাল রাজ্য জয় করে ফেলবে। অপর্যাপ্ত জ্ঞান আর সঠিক প্রস্তুতি ছাড়া যেমন রাজ্য জয় করা যায় না ঠিক তেমনি সঠিক জ্ঞান ছাড়া ভাল কিছু আশা করা যায় না বলে আমি মনে করি।কারও সম্পর্কে না জেনে তার সম্পর্কে কিছু বলে বসা বা তার সম্পর্কে ধারণা করে কিছু বলা সঠিক না সবাই জানি এরপরও এইরকম কিছু আচরণ মনকে খারাপ করে দেয় নিমিষেই।কেন জানি না এই রূপ কিছু আচরণের সম্মুখীন আমাকে আজকাল খুব বেশি হতে হচ্ছে। নিজেকে সঠিক পথে পরিচালিত করার ইচ্ছা আর বাসনা মনের মধ্যে সব সময় জাগ্রত থাকে তারপরও অনেক সময় বিরুপ পরিবেশ আর উল্টো চরিত্রের সব মানুষের সাথে চলাফেরা করতে যেয়ে নিজের দায়িত্বের কথা ভুলে যাই,ভুলে যাই আমার স্বপ্নের কথা সুন্দর আগামীর কথা। দিনের শেষে রাতের বেশে যখন আমি থাকি একা তখন অনেক কিছুর মাঝে প্রতিনিয়ত করা ভুলগুলোর কথা স্মরণ করে হ্রদয় কেপে উঠে। তখন স্বপ্নচারী আব্দুল্লাহ ভাই এর লেখা কবিতার লাইন চলে আসে হ্রদয় মানসপঠে।

"এই অদ্ভূত মায়াজালের বিভ্রমে আর কতকাল আন্দোলিত হবো।

আর কতবার লজ্জায় অধোবদন হবো কৃতকর্মের কথা ভেবে।

বিশাল প্রান্তরের জনসমাগমে লজ্জা থেকে ক্ষমা করিয়ো প্রভু,

প্রবল উত্তাপের যন্ত্রণা থেকে রক্ষা করিয়ো। এই ক্ষণকালে চকচকে আলোচ্ছটা

আর বিমুগ্ধ উত্তাপময় সুন্দরে ভুলে ডুবতে চাইনা। চলে যাবো বলেই এসেছিলাম

তাই হয়ত সে ঔদাসীন্যে চিন্তাবিদ্ধ হয়ে কেটে যায় আমার এইসব দিনরাত্রি।"

ছোটবেলা থেকেই একটি বদ অভ্যাস নিজের মাঝে আসন গেড়ে বসেছে অল্প কিছুতেই অধিক রেগে যাওয়া । এর কারণে প্রায় প্রিয় কিছু মানুষ কষ্ট পায় আমার আচরণে। রাসূল (সা) এর হাদীস এর চমৎকার বানীগুলোও আমি তখন যাই ভুলে। অনেক বার পণ করেও কেন জানি আবার আমি হারিয়ে যাই । তাই মহান প্রভুর কাছে আজ জানাই ফরিয়াদঃ

অনেক বার করেছি আমি পণ

করব আমি বর্জন আমার যত খারাপ

আছে যত দোষ।

ভুলি আমি চলি আমি ভুল পথের মাঝে

ভুলি আমি পথের দিশা পথ হারাই আমি

মনের ভুলে ।

ফিরি যখন তখন দেখি হয়েছে অনেক দেরি

দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি নিজের অজান্তেই আমি

মনের ভুলে খেয়ালের বশে।

ভুলের তরে জীবন আমার হয় না যেন শেষ

করি আজ আকুতি, করি আজ মিনতি

জানাই আবেদন তোমার কাছে ।

দাও মোরে শক্তি দাও মোরে জ্ঞান

চলব আমি আলোর পথে, করিব আঁধার দূর

জ্বালিব আলোর মশাল ।

পোড়াব আমি,তাড়াবো আমি আমার যত

আছে যত দোষ ।

বিষয়: বিবিধ

১৬১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222415
১৬ মে ২০১৪ রাত ১১:৪৫
বিন হারুন লিখেছেন : Rose
২৫ মে ২০১৪ রাত ০৮:১৮
173144
এম আর রাসেল লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File