বিজয়ের চেতনা
লিখেছেন লিখেছেন এম আর রাসেল ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:৩৬:২৪ রাত
বিজয় মানেই যেন খুশি আর ভাল লাগার আলাদা এক অনুভুতির নাম। যে কোন বিজয়েই মনের মাঝে অন্য রকম একটা খুশির ঢেউ দোলা দিয়ে যায়, তেমনি এক বিজয়ে এই জাতি হয়েছিল ধন্য। তবে যে কোন বিজয় অর্জনের পিছনেই থাকে অনেক কষ্টের ইতিহাস ঠিক তেমনি আমাদের দেশের বিজয় অর্জনের তিক্ত পূর্ণ ইতিহাসের কথা কারও অজানা নয়। অনেক রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের বিজয় মিছিলের সূচনা হয়েছিল আজকের এই দিনে। বিজয়ের এই দিনে দেশমাতৃকার সেইসব বীর সেনানীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি, যাদের কারনে আমরা পেয়েছি আমদের সবার প্রিয় এই মাতৃভূমিকে।আজকের এই দিনে একটাই প্রত্যাশা বর্তমান সংকটের অবসানের মধ্য দিয়ে সত্যিই যেন এবার এ দেশ সোনার বাংলায় পরিনত নয়।
বিজয় অর্জনের এত বছর পরেও আমরা সত্যিকারের বিজয়ের স্বাদ আস্বাদন করতে ব্যর্থ হয়েছি। সময় এসেছে পর্যালোচনার। আজ আমরা স্বাধীন হয়েও পরাধীন জাতির মত বসবাস করছি। আমার স্বাধীন দেশে চেপে বসেছে কিছু ক্ষমতালিপ্সু কিছু শাসক যার রোষানলে পড়ে আমার প্রিয় মাতৃভূমি বারবার হারিয়েছে পথ । আজ বিজয়ের এই মাসে সময় এসেছে নিজেদের নিয়ে আত্ন পর্যালোচনা করার কেননা- " যে জাতি আত্ন সমালোচনা করতে পারে না, নিজেদের অবস্থার পর্যালোচনা করতে পারে না বা করে না সে জাতি কখন ও দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।সে জাতি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, যেমন তেলহীন প্রদীপ নিভে যায় ক্রমশ । কারন প্রদীপ তেল দিয়ে জালিয়ে রাখার মত যদি কেউ না থাকে প্রদীপ তো নিভে যাবেই।"। তাই প্রদীপ যাতে নিভে না যায় তার ব্যবস্থা আমাদেরকেই নিতে হবে। সবাই মিলে এগিয়ে আসলে কোন কাজই কঠিন না এই সত্য আমরা সবাই মানি। আমরা জাতি হিসেবে কখনই হেরে যাবার পাত্র নয় । আমদের রয়েছে গৌরবজ্বল ইতিহাস যা জাতি হিসেবে আমাদের সবাইকে গর্বিত করে বিশ্ব দরবারে ।পরিশেষে আব্দুর রহিমের সুরে সুর মিলিয়ে বলতে চাই যা তিনি বলেছিলেন আজ থেকে কয়েক বছর আগে জাতির এই ক্রান্তি লগ্নে, আমাদের যে কিছু চিন্তা ভাবনা করার আছে - আছে কিছু দায়িত্ব , সে কথাটিও কি আমরা ভুলে যাব? এই দেশের নাগরিক হিসেবে, সমাজের সদস্য হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক; একে এড়িয়ে যাওয়ার কোন উপায়ই নেই । একথা সকলকে মনে রাখতে হবে ।
বিষয়: বিবিধ
২০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন