তফসিল ঘোষণা ও দেশের পরিস্থিতি
লিখেছেন লিখেছেন এম আর রাসেল ২৬ নভেম্বর, ২০১৩, ০২:৩৯:০৭ রাত
তফসিল ঘোষণা দেয়ার পর পরেই দেশে যে আরাজকতার শুরু হল এর শেষ যে কোথায় হবে তা কি কেউ বলতে পারেন ? দেশের প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে, আবার অন্যান্য অনেক রাজনৈতিক দলই যখন বলছে নির্বাচনের জন্য প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার কথা, ঠিক সেই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা কতটুকু যৌক্তিক হয়েছে তা আমি আমার সল্প জ্ঞানে উপলব্ধি করতে পারছি না। ক্ষমতার মসনদ দখল এর লড়াইয়ে আরও যে কত প্রাণ নিঃশেষ হবে, দেশের কত যে সম্পদ বিনষ্ট হবে তার হিসেব আমরা কেউ কষতে পারব না বলে আমার বিশ্বাস। দেশের ভাল কিছু দেখলে যেমন আনন্দে বুক ভরে উটে , তেমনি দেশের বর্তমান পরিস্থিতির চিত্র চোখের সামনে ভেসে উঠলে বিষাদের কাল ছায়ায় মন ভরে উঠে।তাই বলতে ইচ্ছা করছে আমার এত আবেগ কেরে এত আবেগ কোথা থেকে আসে/ আমি বিশ্বাস করি সমাজটা যেমন শুধু অসৎ লোকের আবাসস্থল নয় তেমনি দেশের জন্য কাজ করার মত এখনও কিছু দেশপ্রেমিক মানুষ আছে, যারা আমার প্রিয় এই দেশটাকে শকুনের কাল থাবা থেকে রক্ষা করার জন্য দক্ষ পাঞ্জেরির ভুমিকা পালন করতে পারেন, আপনারাই পারেন আমাদেরকে একটি সত্যিকারের সোনার বাংলা উপহার দিতে। দেশের এই দুর্যোগ ময় মুহূর্তেও যদি আপনাদের মত দেশপ্রেমিক মানুষেরা চুপ করে বসে থাকেন তাদের জ্ঞাতার্থে নিচের উক্তিটির কথা স্মরণ করিয়ে দিতে চাই - দেশপ্রেম সম্পর্কে ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যক্তিত্ব ও জনসন ডিকশনারী অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রণেতা স্যামুয়েল জনসন (১৭০৯-১৭৮৪) একটি কথা বলেছিলেন ১৭৫৭ সালে। কথাটি হচ্ছেঃ ‘প্যাট্রিয়োটিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ দ্য স্কাউড্রেল’ - অর্থাৎ, ‘বদমায়েশদের শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশপ্রেম।’ আপনারা এখন কোন দলে যেতে চান তা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দেশকে স্বাধীন করার পরে অনেক সম্ভাবনার বীজ বপিত হয়েছিল আমাদের এই দেশে। কিন্তু অযত্ন, অবহেলা আর সুনিপুন পরিচর্যার অভাবে সম্ভাবনার বীজগুলোর পরিস্ফুটন ঘটেনি । অনেক রক্তের বিনিময়ে কেনা আমার লাল সবুজের পতাকার সম্মান আজ হারিয়ে যেতে বসেছে কতিপয় স্বার্থান্বেষী শাসকের লোভের কাছে । তাদের ক্ষমতার লোভ আর অদক্ষতা জাতি হিসেবে আমাদেরকে বারবার আস্তাকুড়ে নিক্ষেপ করছে। স্বাধীনতার এত বছর পরেও আমারা পারিনি আমাদের দেশকে বিশ্বের দরবারে একটি মডেল হিসেবে তুলে ধরতে। সময় এসেছে উপলব্ধি করার , নিজেকে তৈরি করার, নিজের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার , দেশের জন্য কিছু করার । পরিশেষে বলতে চাই আসুন সবাই আমার নতুন করে শপথ নেই আমার, আপনার সবার প্রিয় মাতৃভূমি কে রক্ষা করার ।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন