আমি ও আমার স্বপ্ন

লিখেছেন লিখেছেন এম আর রাসেল ২৩ নভেম্বর, ২০১৩, ০১:০৭:১১ দুপুর



স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের সীমানায় আমার পদার্পণ ছিল অনেক আনন্দের। ভর্তি পরীক্ষার যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ীর বেশে অন্য সবার মত আমিও একদিন এসেছিলাম বাকৃবির সবুজ এই চত্বরে।অন্য সবার মত আমিও স্বপ্ন এঁকেছিলাম একজন ভাল কৃষিবিদ হওয়ার পাশাপাশি একজন সৎ , দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার। এই স্বপ্নের পথ ধরেই নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ নিয়ে যে কাফেলার যাত্রী হয়ে পথ চলা শুরু করেছিলাম, সেই কাফেলার একজন যোগ্য যাত্রী হওয়ার জন্য নিজেকে তৈরি করার নিমিত্তে আমার প্রচেষ্টা শুরু করেছিলাম বাকৃবির সবুজ এই আঙিনায়। কিন্তু আমার প্রিয় ক্যাম্পাসের পরিবেশ, আমার আশেপাশের মানুষ সবকিছু মিলে অল্পকিছুদিনের মধ্যেই আমি অনুধাবন করতে পারলাম আমার স্বপ্ন বাস্তবায়নের পথে বাধার প্রাচীর অনেক বড়। অবশেষে একদিন গভীর রাতে আমার এই স্বপ্ন দেখার অপরাধের কথা জানিয়ে দেয়া হল । ফলে ক্যাম্পাসের সকল সুযোগ সুবিধা পাওয়ার বৈধ অধিকার থাকলেও সেই সব ছেড়ে পাড়ি জমালাম নতুন এক পথে। এই পথে চলার সঙ্গী হিসেবে পেলাম আমার কিছু ভাইকে যাদের নিয়ে সময়গুলো খুব ভালই কাটছিল। চাওয়া ও পাওয়ার হিসাব না কষে নিয়তিকে মেনে নিয়ে ক্যাম্পাসের বাইরে গড়ে উঠেছিল এক মিনি হল জীবন যেখানে ছিল না কোন বাধা আমার স্বপ্ন দেখার। কিন্তু আমার এই স্বপ্ন দেখার পথে একদিন বাধা হয়ে দাঁড়াল আমার দেশের প্রশাসন। গত বছরের এই সময়ে আমাকে সহ আমার কিছু ভাইকে আবদ্ধ করল চার দেয়ালের ঘেরা বদ্ধ প্রাচীরের ভিতর, অপরাধ একটাই নিজেকে একজন ভাল মানুষ হিসেবে গড়ার স্বপ্ন দেখা। প্রশাসনের এই কাজ অবশ্য আমাকে সুযোগ করে দিয়েছিল নিজের চোখে অনেক কিছু দেখার। আমি দেখেছি জনগনের বন্ধু নামের এই প্রজাতির সুকাজের কীর্তি, দেখেছি মুসলমান হয়েও কুরআনের আয়াত নিয়ে হাসি-তামাশা করার দৃশ্য।নতুন কোন পরিবেশের সাথে খাপ খাওয়ানো আর বিপদের মাঝেও নিজের মনোবল ধরে রাখা হয়তবা সম্ভব হত না যদি আমার সাথের ভাইগুলো আমাকে সাহায্য না করত। আমার বন্ধু নোমানের দুশ্চিন্তা হীন মুখের প্রতিচ্ছবি আমাকে দিয়েছিল নতুন করে প্রেরনা, রুমন, মোসাব্বির, আশিক ভাই সহ অন্য সবার ভালবাসা ও সাহায্যই আমায় শক্তি যুগিয়েছিল সব কিছুকে মেনে নেয়ার। ঐ সময়ে আমি দেখেছি আমাদের জন্য আমার প্রিয় কাফেলার ভাইদের চিন্তা ও ভালবাসার গভিরতা, বর্তমান স্বার্থপরতার এই যুগে এই ভালবাসাকে কোন কিছুর সাথেই তুলনা করা চলে না । তাদের সাথে আমার রক্তের কোন সম্পর্ক না থাকলেও তাদের কারও কারও নীরবে চোখের পানি ফেলানো আমার দৃষ্টি এড়াইনি। এইরকম ভালবাসার বন্ধনে নিজেকে জড়িয়ে রাখতে চাই আজীবন, আল্লাহ যেন আমার এই ফরিয়াদ টুকু কবুল করে এই মোর মনের বাসনা । কোন এক অভিশপ্ত অসুন্দরের দ্ধারা সৃষ্ট এই বাধাগুলোকে মাড়িয়েই আমি পৌছতে চাই আমার কাংখিত মঞ্জিলে।পরিশেষে মল্লিক ভাইয়ের কবিতার ভাষায় বলতে ইচ্ছা করছে-

অভিশপ্ত অসুন্দর

তোমার সমস্ত ভয়ঙ্কর থেকে

আমার হৃদয়কে, আমার ঘরকে, আমার স্বদেশকে

রেহাই দাও

অথবা তুমি

ফিরে যাও তোমার বীভৎস উৎসের কুৎসিত ভেতরে।

বিষয়: বিবিধ

১৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File