সামরিক ও রাজনৈতিক ভারসাম্য এখন আসাদের পক্ষে: ইরান

লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১৩ জুন, ২০১৬, ০২:৩৫:৪১ দুপুর

২০১৬-০৬-১৩ ০১:৫১ বাংলাদেশ সময়:-

সিরিয়ার সামরিক ও রাজনৈতিক ভারসাম্য এখন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির জনগণের পক্ষে চলে আসছে। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি।

তিনি রোববার সাংবাদিকদের বলেছেন, “আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, সিরিয়ার জনগণ ও সরকার চলমান লড়াইয়ে চূড়ান্তভাবে বিজয়ী হবে।” বেলায়েতি বলেন, “সিরিয়া সরকারের বৈধতা দেয়ার পর এবং দেশটির বর্তমান কঠিন পরিস্থিতিতে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের সহায়তা করা এবং আমরা তা করেছি।”

ইরানের এ শীর্ষ কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরান, রাশিয়া ও সিরিয়া সবাই একই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে তিন দেশ সাম্প্রতিক মাস ও বছরগুলোতে ইতিবাচক ফলাফল অর্জন করেছে।

কয়েকদিন আগে ইরান, সিরিয়া ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তেহরানে গুরুত্বপূর্ণ বৈঠক করে একমত হয়েছেন যে, সিরিয়া ও আঞ্চলিক পর্যায়ে সন্ত্রাস-বিরোধী লড়াই জোরদার করতে হবে। তারপর ড. বেলায়েতি এসব কথা বললেন। সিরিয়া সমস্যা সমাধানে রাশিয়া যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে। অন্যদিকে, ইরান সফলভাবে যুদ্ধ পরিচালনার জন্য সামরিক উপদেষ্টা পাঠিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩

সোর্স্:http://parstoday.com/bn/news/iran-i11881

বিষয়: আন্তর্জাতিক

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File