২০১৮ সালের মধ্যে ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ শেষ হবে: পাকিস্তান
লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১২ জুন, ২০১৬, ০১:২৪:৫০ দুপুর
পাকিস্তানের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক সম্পদমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, দীর্ঘ বিলম্বিত পাক-ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পের নির্মাণ কাজ ২০১৮ সালের মধ্যে শেষ হবে।
গত তিন বছরে পাক সরকারের সাফল্য সম্পর্কে মিডিয়া বিফ্রিং’এর সময়ে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের অবশেষে সমাপ্তি ঘটবে। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেন নি তিনি।
এ ছাড়া তিনি আরো বলেন, তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত বা টিএপিআই পাইপলাইন প্রকল্প ২০২০ সালের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে। এদিকে মার্চে পাকিস্তান সফরকারী ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি রাজধানী ইসলাবাদে সাংবাদিকদের বলেছিলেন, এ পাইপলাইনের ইরানি অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
দুইশ কোটি ডলারের এ প্রকল্প ২০১৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সমস্যার কারণে এটি এখনো কাজ শুরু করতে পারে নি।#
পার্স্টুডে/মূসা রেজা/১২
সোর্স্:http://parstoday.com/bn/news/world-i11794
বিষয়: আন্তর্জাতিক
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন