চীনের সিল্ক রুট নিয়ে প্রমাদ গুণছে দিল্লি

লিখেছেন লিখেছেন Democratic Labor Party ২৬ মে, ২০১৬, ০১:৩০:০৮ দুপুর

চীনের পরিকল্পিত ‘সিল্ক রুট’ নিয়ে প্রমাদ গুণছে ভারত।



চীনের অন্যতম প্রধান লক্ষ্য হলো- কয়েকশ’ বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘সিল্ক রুটকে’ আবার যত তাডাতাড়ি সম্ভব চালু করা।

আর তা করতে গেলে কয়েকশ’ আগে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় যে দেশগুলির মধ্য দিয়ে চালু ছিল ওই ‘সিল্ক রুট’, সেই দেশগুলির কাছ থেকে সম্মতি আদায় করে নেয়াটা খুব দরকার বেইজিংয়ের।

চীন আশা করছে, এতে তার ব্যবসা-বাণিজ্য ও অস্ত্র বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।

কিন্তু চীনের এই পরিকল্পনায় রীতিমতো প্রমাদ গুণছে ভারতসহ কয়েকটি দেশ। এতে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি!

দিল্লির দুশ্চিন্তার কারণ, এই রুট ফের চালু হলে জঙ্গি হানাদারির আশঙ্কা আরো বেড়ে যাবে। পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সহজে যোগাযোগের নতুন নতুন পথ খুলে যাবে। যার সুযোগ নেবে জঙ্গিরা। একেই জম্মু-কাশ্মীর নিয়ে দিল্লির উদ্বেগ কমার লক্ষণ দেখা যাচ্ছে না। বোঝার ওপর শাকের আঁটি হয়ে উঠবে ওই ‘সিল্ক রুট’।

তাতে জম্মু-কাশ্মীরে হানাদারির ঘটনার শঙ্কা তো বেড়ে যাবেই, ওই পথ দিয়ে সন্ত্রাসবাদী, আল-কায়েদা, আইএস জঙ্গিদের ঢোকার সম্ভাবনা ও সেখান থেকে তাদের ভারতের উত্তর-পূর্বাঞ্চলসহ অন্যান্য প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেড়ে যাবে কয়েক গুণ।

বেইজিং অবশ্য এসব আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে।



চীন সরকার বলছে, ব্যবসা-বাণিজ্য, অস্ত্র বাজার বাড়াতে তাই প্রতিবেশী দেশগুলিকে ‘রেশমি সুতো’য় বাঁধতে চাইছে।

এক হাজার বছরেরও বেশি আগে রমরমিয়ে চালু থাকা ‘সিল্ক রুট’ আবার যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে চাইছে বেইজিং।

সিল্ক রুটের যে পথে গিয়েছিলেন মার্কো পোলো। ১২৭১ থেকে ১২৯৫ খ্রিস্টাব্দে। ঐতিহ্যবাহী ওই রুট ধরে এক সময় বহু ব্যবসা-বাণিজ্য হয়েছে- চীন, ভারত ও আফগানিস্তানের মধ্যে।



তবে বেজিংয়ের কাঙ্ক্ষিত ‘সিল্ক রুট’ ফের চালুর প্রয়াসে শরিক হয়ে আমেরিকা, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপিয়ান ইউনিয়নকে চটাতে চাইছে না মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ।

বেইজিংয়ের ‘সিল্ক রুট’ চালুর প্রয়াসে গোড়া থেকেই সায় ছিল তুরস্কের। কিন্তু তাতে আপত্তি ন্যাটোর।

সূত্র: আনন্দবাজার পত্রিকা/ নিউইয়র্ক টাইমস

সোর্স্:http://www.sheershanewsbd.com/2015/12/27/109715

বিষয়: আন্তর্জাতিক

১৩৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370196
২৬ মে ২০১৬ রাত ০৮:৪৪
কুয়েত থেকে লিখেছেন : সিল্ক রুট’, সেই দেশগুলির কাছ থেকে সম্মতি আদায় করে নেয়াটা খুব দরকার বেইজিংয়ের ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File