প্রধানমন্ত্রী কুচবিহার এবং দার্জিলিং ভাঙার চেষ্টা করছেন: মমতা

লিখেছেন লিখেছেন Democratic Labor Party ০৪ মে, ২০১৬, ০৪:০১:১৪ রাত

রেডিও তেহরান,মঙ্গলবার, 0৩ মে ২০১৬:ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের কুচবিহারের দিনহাটায় এক নির্বাচনি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র রাজনৈতিক কৌশলের নিন্দা করে বলেন, ‘প্রধানমন্ত্রী কুচবিহার এবং দার্জিলিং ভাঙার চেষ্টা করছেন।’



তিনি এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করবেন বলে সাফ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যকে ভাগ হতে দেবেন না। রাজ্য ভাঙার কথা বলে সিপিএম, বিজেপির মতো আসন জিততে চায় না তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও কুচবিহারে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘ওরা পাহাড় (দার্জিলিং) ভাগ করতে চাচ্ছে, আমরা তা হতে দেব না। আমি ভাগাভাগির রাজনীতি করি না। বিজেপি ভোট পাওয়ার জন্য কখনো কুচবিহারকে, কখনো দার্জিলিংকে ভাগ করার কথা বলে।’

সম্প্রতি গ্রেটার কুচবিহার রাজ্যের দাবিতে আন্দোলনকারী প্রতিনিধিদের উপস্থিতিতে এক নির্বাচনী সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরণ রিজিজু এবং দার্জিলিংয়ের বিজেপি সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়া।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ (মঙ্গলবার) ছিটমহলের বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ছিটমহলের উন্নয়নে বেশ কিছু কাজ হয়েছে। ওই এলাকার মানুষের জন্য সব রকম উন্নয়নমূলক কাজ করবে সরকার। তিনি কুচবিহারে স্বাস্থ্য, খাওয়ার পানি, রাস্তাঘাট, সেতু ইত্যাদি উন্নয়ন করা হয়েছে বলে জানান। আগামীতে এখানে ক্ষুদ্র শিল্পের উন্নয়নে সরকার সবরকম পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন মমতা।

গত ডিসেম্বরে গ্রেটার কোচবিহার পিপ্‌লস অ্যাসোসিয়েশনের নেতাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে নিয়ে গিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি সংসদ সদস্য এস এস আলুওয়ালিয়া। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষে সেসময় বিবৃতি দিয়ে বলা হয়, কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের দাবিগুলো খতিয়ে দেখবে এবং এ নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে।

এবার বিধানসভা নির্বাচনে গ্রেটার কুচবিহারের দাবিদাররা বিজেপিকে জোরালোভাবে সমর্থনে মাঠে নেমেছে। আর এতেই বিজেপি তথা প্রধানমন্ত্রীর উপরে তীব্র ক্ষুব্ধ হয়েছেন মমতা।#

সোর্স:http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/item/84523-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A7%81%E0%A6%9A%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE

বিষয়: রাজনীতি

৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File