আগের রাতেই বাক্স ভরে রাখা হয়েছে : ফখরুল
লিখেছেন লিখেছেন Democratic Labor Party ২২ মার্চ, ২০১৬, ০৩:৫৫:৫০ দুপুর
২২ মার্চ ২০১৬,মঙ্গলবার, ১৫:১০
ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গায় আগের রাতেই বাক্স ভরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের নামে প্রহসন করা হচ্ছে। আজ সকালে ‘জিয়া পরিষদ’-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রহসন জেনেও বিএনপির ভোটে অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমাদের নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিকল্প কিছু নেই। আমরা কি করতে পারি? আমরা গণতান্ত্রিক দল। আমাদের নির্বাচনে অংশ নিতে হবে। সেই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনোই ‘সুষ্ঠু’ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে চেয়ারপারসনকে আরও ক্ষমতা দিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে বলে যে প্রশ্ন উঠেছে তা নাকচ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
------http://www.dailynayadiganta.com/detail/news/103918#sthash.Qadz6aCW.dpuf" target="_blank" target="_blank" rel="nofollow">- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/103918#sthash.Qadz6aCW.dpuf
বিষয়: রাজনীতি
৬৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন