শেষ পর্যন্ত সেনাবাহিনীকেও উল্লু বানাল শেষ হাসিনা !
লিখেছেন লিখেছেন Democratic Labor Party ১৫ জানুয়ারি, ২০১৪, ০৭:১৭:৫৫ সন্ধ্যা
Status Update
By Shad Uddin
১৫-২০ দিন আগে টিভি স্কলে ব্রেকিং নিউজ
আসল------
সুদানে জরুরী ভিত্তিতে সেনাবাহিনী পাঠাত
হাসিনাকে জাতিসংঘের মহাসচীব বান
কি মুনের ফোন, সেনাবাহিনী পাঠাতে শেখ
হাসিনার সম্মতি।-----
নিউজটি দেখে কোনমতোই হিসাব
মিলাতে পারছিলাম না। কারণ শেখ
হাসিনা সরকারের সাথে মানসিক দূরত্বের
পরো কি করে জাতিসংঘ সেনাসদস্য নেয়ার
জন্য ফোন করল তাও আবার জাতিসংঘের
সহকারি মহাসচীব অস্কার
ফারনান্দজকে শেখ হাসিনা অপমান করার
পরও?
নিউজের ঠিক ৫-৬ ঘন্টা পর নির্ধারিত
সেনা সদস্যদের কাছে ফোন-ম্যাসেজ আসল ৪৮
ঘন্টার ভেতর সদরদপ্তরে এসে রিপোর্ট
করতে হবে, ৬০ ঘন্টার ভেতর ফ্লাইট।
যে যখানে ছিল সবাই দ্রুত সদর
দপ্তরে উপস্থিত হয়ে রিপোর্ট করলেন,
আত্মিয়-স্বজনেরা তাদের বিদায় দেয়ার জন্য
উপস্তিত হলেন, ১০-১২ ঘন্টা পর
জানানো হল ফ্লাইট হবে ৩০ ও ৩১ ডিসেম্বর।
২-৩ দিন ছুটি পেলেন সবাই,
ছুটি কাটিয়ে আবারো সুদানের
উদ্দেশ্যে উড়াল দেবার জন্য
সেনা সদস্যরা আবারো জড়ো হলেন, এবার
তাদের বলা হল শান্তি মিশনের নির্ধারিত
ফ্লাইটটি বাতিল হয়ে ৬ জানুয়ারী নির্ধারণ
করা হয়েছে। সদস্যরা এবার একটু হতাশ.. বার
বার পেছানো হচ্ছে তাদের সুদান যাত্রা। ৬
তারিখ গত হয়ে আজ ১১ তারিখ, এখন পর্যন্ত
সেনাবাহিনীর একজন সদস্যও সুদান
যেতে পারেনন। আসল
ঘটনা হলো সেনাবাহিনীকে এই নিউজ
দিয়ে উল্লু বানানো হয়েছে। জাতিসংঘের
মহাসচীব দূরের কথা জাতিসংঘের একজন
কেরানিও শেখ হাসিনাকে ফেন, ফেক্স
বা মেইল করেন নি। কিন্তু নিলজ্জ শেখ
হাসিনা জগন্য একটি মিথ্যা বলে জাতির
আস্থার প্রতীক সেনাবাহিনীকে বেকুব
বানাল। অন্য বার যেখানে জাতিসংঘ
হতে অফিসিয়ালি বাংলাদেশের
প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ফ্যাক্স ও ইমেইল
আসত সেখানে অন্য কোন দেশকে এই
সুবিধা না দিয়ে সরাসরি শেখ হাসিনাকে বান
কি মুন ফোন দিলেন(?)
আমাদেরও বুঝা উচিত ছিল্।
দক্ষিন সুদান একটি খ্রিষ্টান রাষ্ট এই দেশ
থেকে অনেক আগেই জাতিসংঘ 'মুসলিম'
বাংলাদেশের সেনাবহিনী প্রত্যাহার
করে নিয়েছিল, সেখানে আবারো বাংলাদেশ
হতে 'মুসলিম' বাহিনী নেয়ার প্রশ্নই
আসেনা - এই কথা সেনাবাহিনীর বুঝা উচিত
ছিল। কেউ যদি এ বিষয়ে আমার সাথে দ্বিমত
হন তবে আমি প্রমাণ সহ বিতর্ক
করতে রাজি আছি, প্রমাণ ও দিতে পারি।
আগামী পোষ্টে..... দেশের সংকঠ মূহুর্তেও
সেনাবাহিনী জরুরী অবস্থা জারি না করার
কারণ.....
বিষয়: রাজনীতি
১৬২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন