দুটি গল্প - তিনটি প্রশ্ন

লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৯:৪৭ সকাল

এক রাজা তার রাজ্যে আজব বিচার চালু করেন। কেউ যদি অপরাধের দায়ে দায়ী হয় তবে তাকে পাহাড়ের নীচে একটি মুক্ত মঞ্চের মত স্টেইজে তোলা হবে। সেখানে থাকবে দুটি দরজা বন্ধ ঘর। ঘর দুটির একটিতে থাকবে ক্ষুদার্ত বাঘ, অন্যটিতে থাকবে সুন্দরী মেয়ে। কেউ যদি বাঘের ঘরে দরজা নক করে তাহলে সেটি খোলা হবে এবং তাকে দোষী হিসাবে সেই ঘরে ঠেকে দেয়া হবে। আর যদি সে অন্য দরজায় নক করে তাহলে সে নির্দোষ এবং পুরস্কার হিসাবে সুন্দরী সেই মেয়েকে বিয়ে করতে পারবে।

সমস্যা হল রাজার মেয়ে এক সুদর্শন যুবকের প্রেমে পরে। এই অপরাধে সেই যুবককে বন্ধি করা হয়। বিচারের দিন রাজা এক ঘরে সবচেয়ে ক্ষুদার্ত বাঘকে রাখে অন্য ঘরে রাখে রাজ্যার সবচেয়ে সুন্দরী মেয়েকে। মঞ্চের গ্যালারিতে বসে আছে রাজকুমারী। সে জানে তার বাবা রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েকে এক ঘরে রেখেছে অন্য ঘরে ভয়ানক ক্ষুদার্ত বাঘ। সে এটাও জানে কোন ঘরে কে আছে। একসময় মঞ্চে আনা হল সেই সুদর্শন যুবককে। যুবকের সৌন্দর্য্যে সবাই উল্লাসিত, যেন কোন রাজকূমার।

যুবক তখন রাজকুমারীর চোখের দিকে তাকিয়ে ছিল। আশা করছিল রাজকুমারী ইশারা করে বুঝিয়ে দিবে কোন দরজায় নক করা নিরাপদ। রাজকুমারী থমকে আছে। তার সামনে আরও বেশি বিপদ। সুন্দরী নারীর দরজায় পাঠালে সে তার ভালবাসা অন্য এক নারীর কাছে হারাবে, বাঘের দরজায় পাঠালে সে তার ভালবাসার মানুষটিকে বাঘের কাছে হারাবে। হঠাৎ চেতনা ফিরে পেয়ে পুর্ব পরিকল্পনা অনুযায়ী সে ডান দিকের দরজায় ইশারা করল। রাজকুমারীর উপর যুবকটির অগাধ আস্থা ছিল। তাই দ্বিধা না করে সে সাথে সাথে ডান দিকের দরজায় নক করল।

একজন মেয়ের দৃষ্টিতে বলুনত – ডানদিকের ঘরে কি ছিল? বাঘ না সুন্দরী মেয়ে!

একবার এক রানীর খায়েশ হল বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াবে। শখ পুরনের জন্য বন থেকে বাঘ আনা হল। সেই বাঘকে শিক্ষিত করা হল যেন রানীকে নিয়ে ভ্রমন করতে পারে। একদিন সকালে বাঘের পিঠে চড়ে রানী রওনা হল শহর-নগর বন-জংগল দেখতে। বাঘের পীঠে রানীকে দেখার জন্য রাস্তায় রাস্তায় লোকেরা ভীড় করল। রানী সবাইকে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানিয়ে হেলতে দুলতে চলল। সবাই রানীর ক্ষমতা দেখে অবাক। রাজপথে রানীকে পিঠে নিয়ে বাঘ চলল নীরবে। রানীর মুখে তখন ভেজায় হাসি। বিকালে যখন বাঘটি যখন ফিরে আসছে তখন বাঘের মুখে ফিরে ভেজায় হাসি।

প্রশ্ন হল - রানী তখন কোথায়? - বাংলাদেশে কোন রাজনৈতিক দল জানোয়ারের পীঠে চড়ে বেড়াচ্ছে

উৎসঃ আমার ব্লগ

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File