ইসলামের খেদমতগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
লিখেছেন লিখেছেন নয়ন কুষ্টিয়া ১১ নভেম্বর, ২০১৩, ০৯:০৭:৫৩ রাত
ইসলামের জন্য বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বাঙালি মুসলমানরা অকৃতজ্ঞ বলেই আজ সেই অবদান স্বীকার করতে চায় না। যে জিয়াউর রহমান দেশে জুয়া ও মদের ব্যবসার লাইসেন্স দিয়েছিল আজ অভাগা বাঙালি মুসলমানরা সেই জিয়াউর রহমানের দলের ছায়াতলে ইসলাম খুঁজে বেড়ায়। এটা সত্যিই হতাশাজনক।
দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামের খেদমতের কিছু উদাহরণ:
► হজ্বের ব্যবস্থা- তৎকালীন পাকিস্তান সরকারের অপপ্রচারের কারণে সৌদি সরকার বাংলাদেশীদের হজ্বের অনুমতি দেয় নি। তখন বঙ্গবন্ধু ইন্দোনেশিয়ার মাধ্যমে বাংলাদেশী মুসলমানদের হজ্ব করতে পাঠান। এছাড়া তিনি হজ্ব পালনে ইচ্ছুকদের নদীপথে যাতায়াতের জন্য হিযবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করেন। এ জাহাজে করে ধর্মপ্রাণ মুসলমানগণ হজ্ব পালন করতে যেতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য জিয়াউর রহমান পরবর্তীতে ওই জাহাজটি প্রমোদ ভ্রমণের জন্য ব্যবহার করতেন। জিয়াউর রহমান ওই জাহাজে করে সিঙ্গাপুর যান এবং জাহাজে মদ ও জুয়ার আসর বসান। (তথ্যসূত্র: এবিএম মূসা)
► বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন।
► বঙ্গবন্ধু প্রথম দেশে সিরাতে মজলিশ প্রতিষ্ঠা করেন।
► তিনি মাদ্রাসা শিক্ষাবোর্ডকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপদান করেন।
► বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে সরকারি জায়গা বরাদ্দ করেন।
► কাঁকরাইল মসজিদের জন্য জমি দান করেন।
► আইন করে বাংলাদেশে মদ ও জুয়া নিষিদ্ধ করেন।
► সরকারি টেলিভিশন ও রেডিওতে কোরান তেলাওয়াতের ব্যবস্থা করেন।
► ঈদে মিলাদুন্নবী (স), শব-ই-কদর, শব-ই-বরাতে সরকারি ছুটি ঘোষণা করেন।
► দেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা নিষিদ্ধ করেন।
► ১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় তিনিই প্রথম আরব বিশ্বের প্রতি সমর্থন ও সাহায্য প্রেরণ করেন।
► মুসলিম বিশ্বের সাথে কুটনীতি জোরদার করে তিনিই ১৯৭৪ সালে ওআইসি-তে বাংলাদেশের সদস্যপদ পাইয়ে দেন।
বিষয়: বিবিধ
২৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন