ঈদ মানেই কি সুখ!!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০৭:৫৫ রাত

সবাই বলে ঈদ মানে নাকি খুশি, ঈদ মানে নাকি আনন্দে আত্মহারা হওয়া, ঈদ মানে নাকি দুঃখকে ভূলে যাওয়া, সুখ কে নাকি হাতছানি দেওয়া, কিন্তু আমি যদি বলি হে ঈদ তুমি কি খুশির বার্তা পাঠাতে পেরেছো হাজার হাজার রাজনৈতিক কর্মীর পরিবারে?

যাদেরকে কারান্তরীত করা হয়েছে শুধুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে

। তোমাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে কী ঐ সব মায়ের অন্তর আত্মা ? মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যাদের সন্তানরা আজ ফেরারি জীবন যাপন করছে ।

তোমাকে কাছে পেয়ে ঐ সব প্রিয়জন কিভাবে দুঃখ কে ভূলে যাবে ?

যাদের প্রিয় স্বামী সন্তান বাবা ভাই কিংবা প্রিয়জন নোংরা রাজনীতির বলী হয়ে গুডবাই জানিয়েছে এ সবুজ পৃথিবীকে । তোমাকে কাছে পেয়ে ঐ সব মানুষ গূলো কিভাবে সুখ কে হাতছানি দিয়ে ডাকবে? ইতিমধ্যে যারা প্রতিহিংসার শিকার হয়ে হাত হারিয়ে পঙ্গু জীবন যাপন করছে । হায় আফসোস ! তাই তো বলি হে ঈদ তুমি এসো কারান্তরিত কর্মীর করুণ আর্তনাদ হয়ে , এসো ফেরারির অপলক দৃষ্টি হয়ে, তুমি এসো শহীদের রক্তিম কপিন হয়ে, তমি এসো পঙ্গুত্ববরন কারীদের আত্মচিৎকার হয়ে, তবেই সম্ববত তুমি তোমার ঈদ নামের কার্যকারিতা কিছুটা হলেও পাবে বাংলাদেশ!!

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377482
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:১৪
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : তবুও ঈদ মোবারক
377486
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:১৩
আফরা লিখেছেন : ঈদ মানেই সুখ না ।তবে ঈদ আল্লাহ আমাদের দিয়েছেন যাতে আমরা আমাদের আপনজনদের নিয়ে এই দিনটা আনন্দ উপভোগ করি । সেই জন্যই এই দিনে দুরে থাকা আপনজনদের অভাবটা বেশী অনুভূত হয় ।

ধন্যবাদ ।ঈদ মোবারক
377492
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:৪০
সন্ধাতারা লিখেছেন : Salam n eid Mubarak, though it is not easy in existing situation.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File