কারো চেতনায় আঘাত লাগলে কিন্তু আমি দ্বায়ী নই??
লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:০৮:২৩ সন্ধ্যা
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর , দেশটা দুই ভাগে ভাগ হয়ে গেলো । একটা দল বলছে অপর দল স্বাধীনতা চায়নি । আরেক দল বলছে স্বাধীনতা অন্য দেশের স্বার্থ হাসিলের জন্য আনা হয়েছে । তারা এটায় বিশ্বাস করেনা । সেটা যাই হোক , এই বিতর্ক, ১৯৭১ এই শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল । তাইলে আর ৪৩ বছর পরে চেতনার ব্যাবসা ও দেখতে হতনা এবং চেতনার বিরোধীও কাউকে দেখতে হতনা । আমরা স্বাধীন সেটা শুধু ২৫ মার্চ এবং ১৬ ই ডিসেম্বরেই বুঝি । সার্বভৌমত্ব যাকে বলে তা ভোগ করতে পারলামনা । যা হইছে হইছে । ৪৩ বছর পার হইছে । আর কতো ?? বুঝলাম স্বাধীনতা বিরধিরা অনেক খারাপ । তাই বলে চেতনা ধারীরা অনেক ভালো ?? যুদ্ধের সমায় ধর্ষণ অপরাধ আর স্বাধীন দেশে ৩ বছরের মেয়ে ধর্ষণ অপরাধ না ?? ক্যান ? তখন পাকিস্তানিরা মজা নিছে আর এখন দেশী মানুষে পায় , এটাই শান্তি । পাকিস্তান খাইলে দোষ । ইন্ডিয়া খাইলে দোষ নাই । পাকিস্তানী নেতারা তখন সব লুইটা খাইছে মেনে নিলাম । কিন্তু এখন আমার দেশের নেতারা যে সুইস ব্যাংক দখল নিছে তাতে দোষ নাই ?? তখন বাঙালি দের চাকরি দিতনা পাকিস্তান সরকার । মেধা থাকলেও না । এখন আপনারা খুব দিচ্ছেন । মামু, খালু , টাকা , এবং দল না করলে চাকরি নাই । আবার বলেন স্বাধীন ??? ও আচ্ছা , ঘড়ের ছেলেইতো খাইতেছে । মেক্সিকোর মতো গরীব দেশের কাছেও বর্ডারে মানুষ মারার ফলে অ্যামেরিকা জরিমানা দিছে । এবং বাংলাদেশ , ফিলিস্তিন ছারা ঐ বর্ডারেই এমন ঘটছিলো । কিন্তু আমরা বিচার চাইতে পারিনা । স্বাধীনতা আনলেইতো হবেনা , সেটা রক্ষা করতে হবে এবং আমার মতো অসহায় জনগনকে দেখতে হবে আমরা স্বাধীন ।
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন