নাস্তিক আব্দুল মতিন ও ড.পিয়াস করীমের মৃত্যু ও আমাদের আবাল মিডিয়া!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ১৪ অক্টোবর, ২০১৪, ১১:৩৫:৪১ রাত

ভাষা সৈনিক আব্দুল মতিনের প্রতি সম্মান রেখেই বলছি।আব্দুল মতিন ভাষার জন্য লড়াই করেছে বলে আজ আমরা মাতৃভাষা বাংলাতে কথা বলতে পারি।কিন্তু আমি যেন কেন তাকে ভালবাসতে পারিনাই মন থেকে কারন উনি ছিলেন একজন নাস্তিক।স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠীন।মানলাম উনি ভাষার জন্য লড়াই করেছেন। আমি তার অবদানের কথা অস্বীকার করছিনা কিন্তু যখন দেখি তার মত মানুষ আল্লাহ কে বিশ্বাস করিত না,তার মত মানুষ নিজের লাশটি দাফন করতেও দেয়নি।সব বাদ দিলাম,উনার নাম নাকি আব্দুল মতিন আর আমি বলি গজবে খবিশ।উনি আর অধ্যাপক গোলাম আযম এক সাথে ভাষার জন্য লড়াই করেছেন কিন্ত উনি গোলাম আযম কে বলেছেন রাজাকার।আর এর মত এক মোনাফিক নাস্তিক কে নিয়ে গত কিছুদিন কত কিছুই দেখাল মিডিয়া।

এবার আসি পিয়াস স্যারের কথা নিয়ে।যে মানুষটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তার মৃত্যুতে জাতির কিছু আবাল খুব খুশি কারন সত্য পক্ষে থাকা একজন চলে গেছে।আর তাকে নিয়ে মিডিয়ার কোন কিছুই দেখলাম না।কি আর বলিব দেশটাই আজ নাস্তিকদে দখলে

মনে রাখতে হবে আগে আমরা মুসলিম তারপরে বাঙ্গালী। ওয়ি সব নাস্তিকদের পক্ষ না নিয়ে নির্ভীক সৈনিকদের পক্ষ নেয়াই শ্রেয় হবে জাতির জন্য।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274476
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:১৬
দিশারি লিখেছেন : ভালো লাগলো
274486
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আবদুল মতিন সাহেব তার আদর্শের দিক দিয়ে ঠিক ছিলেন। অন্তত পক্ষে ভন্ডামি করতেন না।
274487
১৫ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৪
কাউসার আরিফ লিখেছেন : tai
274515
১৫ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৪
কাহাফ লিখেছেন :

অনৈসলামিক কর্মে যে অগ্রগামী বর্তমান যমানায় সেই প্রকৃত মানবতাবাদী! আজকের সামাজিকতায় এমন ধারণাই ফুটে উঠছে যেন।
আপনার লেখনীর সাথে একমত পোষণ করছি.....।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File