শিবিরের ছেলেরা খুব খারাপ!!!!

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৭ আগস্ট, ২০১৪, ১২:৩৬:০৫ রাত

যে কারনে শিবিরের ছেলেরা চুষীল সমাজের কাছে খারাপ.........

‪#‎শিবিরের‬ ছেলেরা ধর্ষণের সেঞ্চুরী করতে জানেনা।

#শিবিরের ছেলেরা অন্যায় দেখলে প্রতিবাদ করে।

#শিবিরের ছেলেরা টেন্ডার নিয়ে ব্যাবসা করতে পারেনা।

#শিবিরের ছেলেরা ইয়াবার ব্যাবসা করতে পারেনা।

#শিবিরের ছেলেরা মেয়ে নিয়ে রাত কাটাতে জানেনা।

#শিবিরের ছেলেরা গাঞ্জায় ফুক দিতে জানেনা।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা চাঁদা বাজি করতে জানেনা।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা আল কোরআন কে বাংলাদেশের সংবিধান চায়।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা জাফ্রিক বালের কথা মত চলেনা।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা ৫ ওয়াক্ত নামাজ পরে।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা ইসলাম প্রচার করে।

#শিবিরের ছেলেরা খারাপ কারন তারা মিথ্যা কথা বলেনা।

‪#‎বাংলাদেশে‬ এমন কিছু চুষীল সমাজের প্রতিনিধি আছে যারা শিবির কে খারাপ বলে।আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনারা যারা শিবির কে খারাপ বলেন তারা যদি ‪#‎ছাত্রলীগ‬,‪#‎ছাত্রদল‬,‪#‎ছাত্রফ্রন্ট‬,‪#‎ছাত্র‬ ইউনিউনের কোন ভাল দিক দেখাতে পারেন তাহলে আমি স্বেচ্ছায় শিবির ত্যাগ করিব।

‪#‎শিবির‬ নামটাই যেন চুলকানি হয়ে গেছে ওই সব চুষীল দের কাছে।শিবিরের নাম শুনলেই যেন এরা নতুন ফন্দি পাতে।শুনে রাখ হে চুষীল সমাজের প্রতিনিধিরা তোমরা যারা শিবির কে নিষিদ্ধ করতে চাও তারাই একদিন এই বাংলাতে নিষিদ্ধ হয়ে যাবে,ইনশাল্লাহ।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258600
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
বড়মামা লিখেছেন : শিবির কারো সাথে বেয়াদবি করে না এজন্য খরাব।সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
258632
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৯
আজিম বিন মামুন লিখেছেন : অাসসালামুআলাইকুম।ভাল জিনিস গুলো একটু খারাপ-ই হয়।
যারা শিবির/জামআত/টুপি/দাড়ি ওয়ালা দেখলে খারাপ বলে,এরা জানে (অধিকাংশ) এগুলো হক।তবে মুখে না বলার মূল কারন ভাল বললে পাছে মানতে হয়।হক মেনে নেওয়া মানে নিজেকে ভুলে সত্যকে মানা।
তাই এগুলোর নিন্দা করে,সমস্ত শক্তি প্রয়োগে এদেরকে নিজের মত করে দেখতে চায় হিংসায় জ্বলে পুড়ে।
258637
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৭:৪৬
কাহাফ লিখেছেন :
258654
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৫
লোকমান বিন ইউসুপ লিখেছেন : #শিবিরের ছেলেরা মেয়ে নিয়ে রাত কাটাতে জানেনা।

হোয়াট ডু ইউ মিন...............................................................??????????????????
258658
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৩
বাজলবী লিখেছেন : নৈতিক চারিত্রক গুণাবলীর অপূর্ব এক দৃষ্টান্ত।
258669
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:২৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এত কষ্ট করে অথচ সবই হারাম গণতন্ত্রের পেছনে। যেন ধুলা কিনতে সোনার ব্যাবহার। আফসোস!
258688
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
258698
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৩
আবু ফারিহা লিখেছেন : খুব ভালো লাগলো। শিবির নাম শুনলেই তারা ভয় পায় কারণ তারা মহান অাল্লাহকে ভয় করেনা। ধন্যবাদ।
258703
২৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫১
প্যরাপিন লিখেছেন : খুলনা বিল-এল বিশ্ব-বিদ্যালয় কলেজে অনার্সে ভর্তি ফর্ম জমা-দেব , শিবির সভাপতি খায়রুল ইসলামের সাথে দাড়িয়ে আছি , আমি অন্য জেলা থেকে গেলাম হেল্প চাচ্ছিলাম,এমন সময় দুটো মেয়ে আসলো, তারা ও ফরম জমা দিবে, উনি নীচের দিকে তাকিয়ে কথা বললেন,সংক্ষেপে এবং পেপার গুলো নিলেন। আমি আচার্য হলাম , অন্য কেউ হলে গল্প জমানোর চেষ্টা করতো...এটাই শিবির।
১০
258797
২৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৯
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File