বিদায় ভিলানোভা বিদায়

লিখেছেন লিখেছেন কাউসার আরিফ ২৬ এপ্রিল, ২০১৪, ০৯:৩৫:২৭ সকাল

চলে গেলেন ভিলানোবা

সময়টা ভালো যাচ্ছেনা বার্সার ।

মাঠের ব্যর্থতা আর

মাঠের বাইরের

নানা বিতর্কে জড়ি

হয়ে আছে ইউরোপের

অন্যতম সেরা এই

ক্লাবটি। এরই

মধ্যে বেদনাদায়ক

এক দুঃসংবাদও

সঙ্গী হলো কাতালা

দীর্ঘদিন গলার

ক্যান্সারে ভুগে মার

সাবেক কোচ

টিটো ভিলানোভা।

মাত্র ৪৫ বছর

বয়সেই না ফেরার

দেশে চলে গেলেন এই

স্প্যানিশ কোচ।

২০০৮ থেকে ২০১১

সাল পর্যন্ত

বার্সেলোনার

সবচেয়ে সাফল্যমণ্ডিত

সময়ে পেপ গার্দিওলার

সহকারী হিসেবে দায়িত্ব

পালন করেছিলেন

ভিলানোভা। এ সময়

তিনটি লা লিগা ও

দুইটি চ্যাম্পিয়নস

লিগ শিরোপা জয়ের

সাক্ষী হয়েছিলেন।

২০১২

সালে গার্দিওলা বিদায়

নেওয়ার পর

ভিলানোভাই

নিয়েছিলেন প্রধান

কোচের দায়িত্ব।

তাঁর

তত্ত্বাবধানে ২০১২

মৌসুমেও

বার্সা শিরোপা জিতে

রেকর্ড গড়ে। প্রথম

১৯টি ম্যাচের

মধ্যে জয় পেয়েছিল

১৮টিতেই।

শেষপর্যন্ত

বার্সেলোনা মৌসুম

শেষ করেছিল ১০০

পয়েন্ট নিয়ে। এই

মৌসুমের

মাঝামাঝি সময়েই

দ্বিতীয়বারের

মতো ক্যান্সারের

চিকিত্সা শুরু

করেছিলেন

ভিলানোভা।

ঘাতক ব্যাধির

সঙ্গে লড়াই

করে যে কোচের

দায়িত্ব

ঠিকমতো পালন

করা যাবে না,

সেটা বুঝতে পেরে ২০১৩ সালে মৌসুম শেষেই

সরে দাঁড়িয়েছিলেন

ভিলানোভা। কিন্তু

সেই লড়াইটাও

তিনি চালাতে পারল

না খুব বেশিদিন।

বার্সেলোনার

ডাগআউটে দাঁড়িয়ে

শীর্ষ অনেক

দলকে হারাতে পারল

শেষপর্যন্ত

নিজে হেরে গেলেন

ক্যান্সারের কাছে।

বিষয়: বিবিধ

৯৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213410
২৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৯
নীল জোছনা লিখেছেন : কষ্ট পেলাম এত তাড়াতাড়ি তার প্রয়ান। Sad আরো অনেক দিন বেঁচে থাকার দরকার ছিলো এই প্লেয়ারের
213568
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মরেই গেলো বেচারা। আহারে ক্যান্সার Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File