সালাফি বিভ্রান্তি-
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ২৮ জুন, ২০১৭, ০৫:৫২:৪৮ বিকাল
সালাফে সলেহীন –এর সংক্ষিপ্তরূপ সালাফি। সাহাবা থেকে শুরু করে তাবেঈন, তাবে-তাবেঈন পর্যন্ত ৩ মুসলিম জেনারেশনকে সামনে রেখে সালাফি মতবাদের জন্ম। সালাফিরা এই তিন জেনারেশনের সকলকেই সহিশুদ্ধ মানেন। সালাফিরা পরস্পর বিরোধী মত পোষন করেন বলে তাদের মধ্যে বিভ্রান্তির সীমা নেই। একটা উদাহরন দ্বারা বোঝানো যাক। সালাফিরা হযরত আলীর সিদ্ধান্তকেও সহিশুদ্ধ মানেন আবার হযরত মুয়াবিয়ার সিদ্ধান্তকেও সহিশুদ্ধ মানেন। অথচ এরা দুজন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। হযরত আলী কখনো বলেননি মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধটা ভুল ছিল আবার মুয়াবিয়াও কখনো বলেননি তিনি ভুল করেছেন। সালাফিদের দৃষ্টিতে এই যুদ্ধ সহিশুদ্ধ ছিল। তাহলে মুসলমানেরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া সুন্নত? আবার দেখুন একইভাবে সালাফিরা হুসাইনকেও সহি মানেন আবার ইয়াজিদও সহি ছিল বলে বিশ্বাস করেন। তাদের এই পরস্পর বিরোধী আকিদা বিভ্রান্তির বেড়াজালে আটকা পড়ে মানুষের মনে বিভ্রান্তি কেবল বাড়িয়েছেই। সালাফিদের ধারনা হযরত হুসাইন কারবালায় গিয়ে বিদ্রোহ করেছেন। হযরত মুয়াবিয়ার মনোনীত ইয়াজিদকে না মেনে তিনি ভুল করেছেন। তাই হুসাইনের ‘মুক্তির’ জন্যে তারা দোয়া করেন। একটু খেয়াল করুন, এটা কত বড় ভন্ডামীপূর্ণ আকিদা! হুসাইন কেবল বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত সাহাবীই নন, বরং বেহেস্তবাসীর সর্দার হযরত হুসাইনের ‘মুক্তির’ জন্যে দোয়া করা বলতে আসলে সালাফিরা কি বোঝাতে চান?
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন