পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম ইসলাম। অথচ আমাদের অর্ধশিক্ষিত মোল্লারা এটাকে পৃথিবীর সবচেয়ে কঠিন ধর্মে পরিণত করেছে।

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৭ অক্টোবর, ২০১৫, ০৮:০৭:৩৩ রাত

আবহমান কাল ধরে আমাদের দেশের আরবী শিক্ষিত কতিপয় আলেম-ওলামা নামধারী ব্যক্তিরা ইসলামী জীবন ব্যবস্থার যে ব্যাখ্যা দিয়ে এসেছেন, তা এক কথায় বড়ই জটিল এবং চরম কঠিনও বটে। ইসলামকে ব্যাখ্যা করা হয়েছে খুবই কঠিন একটা ধর্ম হিসাবে। কঠিন বিধি নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত কঠিন ও রসকস বিহীন এক জীবন ব্যবস্থা হিসেবে তারা ব্যাখ্যা করে থাকেন। যেটা মানলে জীবনে আরাম আয়েশ বলে কিছুই থাকে না। চোখের সামনে ভাসতে থাকে দাঁড়ি টুপিওয়ালা খটখটে কোন এক গুরুগম্ভীর মানুষ। তাই আমাদের দেশের অধিকাংশ মানুষ জীবনের সব কাজ শেষ করে বৃদ্ধ বয়সে ধর্মকর্ম করবেন বলে নিয়ত করে থাকেন। অনেক যুবককেই বলতে শোনা যায়, এটা কি ধর্মকর্ম করার বয়স? ধর্ম কি এতো সহজ?

আসুন কোরআন থেকেই শুনি।

ত্বা-হা। আমি তোমার উপর কুরআন এ জন্য নাযিল করিনি যে তুমি দু:খ-কষ্ট ভোগ করবে। (সূরা ত্বা-হা, আয়াত: ১-২)

আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। (সূরা আল বাকারা, আয়াত: ১৮৫)

আল্লাহ তোমাদের উপর কোন সমস্যা সৃষ্টি করতে চান না। (সূরা আল মায়েদা, আয়াত ৬)

ধর্মের ব্যাপারে তিনি তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি। (সূরা আল-হজ্জ, আয়াত: ৭৮)

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : অবশ্যই আল্লাহর দীন (ধর্ম) সহজ। যে ব্যক্তি এ দীনকে কঠিন করেছে তার উপর তা (কঠোরতা) চেপে বসেছে। অতএব তোমরা সোজা পথে চল। মধ্যপন্থা অবলম্বন কর। সুসংবাদ গ্রহণ কর। আর সকাল, সন্ধ্যায় শেষ রাতের কিছু অংশে ইবাদত করার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা কর। (বুখারী)

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: অযথা কঠোরতা অবলম্বনকারীরা ধ্বংস হয়ে গেছে। তিনি এ কথাটি তিন বার বলেছেন। (মুসলিম)

বিষয়: বিবিধ

১৯৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346083
১৭ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৭
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আলেম ওলামাগণ ইসলামকে কঠিন করেননি। ইসলাম আগেই সহজ। তবে অধর্মের পথে চলার অভ্যাস এর কারণে ইসলামকে অনেকের কাছে কঠিন মনে হচ্ছে। আলেম ওলামাদের দোষ দেয়া ঠিক নয়। ইসলাম জীবনের প্রয়োজনে মানুষ যা করে তাই ইসলাম। পোষাকের বিষয়ে রাসুল স: এর তারিকা যেটা সেটাই আপনি পালন করুন। আলেম ওলামাগণ পোষাকের বিষয়ে কড়াকড়ি কখনো করেন নি। ইসলাম সম্পর্কে না জানার কারণে মানুষ ইসলামকে কঠিন মনে করছে। এটাও কি ওলামাদের দোষ?
১৮ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৪
287203
শেখের পোলা লিখেছেন : আপনার কথা মানলাম সেই সঙ্গে বলতে যে তারা ইসলামকে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করতেও ব্যার্থ হয়েছেন৷ তালাকের বিষয়টিকে আরও ভয়াবহ করে তুলেছেন৷হালালার ন্য অনেকে পা বাড়িয়েও থাকেন৷ জেনার পুরা দািত্ব নারীর ঘাড়ে চাপাতে ও আইন নিজের হাতে নিয়ে পাথর মারতেও সবার আগে থাকেন৷
১৮ অক্টোবর ২০১৫ রাত ০২:১০
287204
অপি বাইদান লিখেছেন : এত সহজ ধর্মে শিয়া-সুন্নি-সালাফি-ওহাবি-আহম্মদি ...............? হেফাজতী, জামাতি, তবলিকি, চরমোনাই..... এরা কিন্তু সবাই ইসলামী আলেম/মোল্লা @ হাবিব ভাই??
১৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:০৭
287222
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : তালাক আর হিল্লার ব্যাপারে যা বললেন তা তো আলেম ওলামারা করেননি। গ্রাম্য শালিসকে অনেকে ফতোয়া নাম দিয়ে ইসলামের বদনাম করছে।
346096
১৮ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৭
শেখের পোলা লিখেছেন : শুধু মৌলানাদের দোষ দিলেই হবেনা৷ নিজেরা আসলটা কি তা জানার চেষ্টা কজনে করেছে? এখন মানুষ সচেতন, তারা নিজেরাই সব কিছু খুঁজে নিচ্ছে৷ধন্যবাদ৷
346100
১৮ অক্টোবর ২০১৫ রাত ০২:০৮
অপি বাইদান লিখেছেন : এত সহজ ধর্মে শিয়া-সুন্নি-সালাফি-ওহাবি-আহম্মদি ...............? হেফাজতী, জামাতি, তবলিকি.....??
346330
১৯ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৪
মারুফ_রুসাফি লিখেছেন : চরম সত্য কথা বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File