নাস্তিকদের কিছু গঁৎবাধা বুলি [পর্ব-৩]

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ২০ জুন, ২০১৫, ০১:৩০:৩৫ দুপুর



কোরআনের আয়াত ২২:৪৭ অনুযায়ী আল্লাহর এক দিন আমাদের ১০০০ বছরের সমান। আবার আয়াত ৭০:৪ অনুযায়ী আল্লাহর এক দিন আমাদের ৫০,০০০ বছরের সমান। অতএব, বিষয় দুটি সাংঘর্ষিক। কোরআনেই তো ভুল আছে।

জবাব:

দুাট আয়াতের প্রসঙ্গ দুটি ভিন্ন ভিন্ন বিষয়ের। প্রথম আয়াতে মানুষের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় আয়াতে বলা হয়েছে অ্যাঞ্জেল ও স্পিরিটের কথা। আরো একটা বিষয়, এক জায়গাতে ১০০০ আর অন্য জায়গাতে ৫০,০০০ লিখা থাকলেই সাংঘর্ষিক হয় না যে কারনে সেটা বুঝতে হবে। ধরা যাক, কেউ দু’সময়ে দু’রকম বক্তব্য দিলেন: ১) আমি ঢাকা থেকে কলকাতায় গিয়েছি ১ ঘন্টায়; ২) আমি ঢাকা থেকে কলকাতায় গিয়েছি ২০ ঘন্টায়। আপাতদৃষ্টিতে বক্তব্য দুটিকে সাংঘর্ষিক মনে হলেও বাস্তবে তা নয়। কারণ প্রথম বক্তব্যে এরোপ্লেন এবং দ্বিতীয় বক্তব্যে ট্রেন ব্যবহার করা হয়েছে, যদিও যানবাহনের কথা উল্লেখ করা হয়নি। কোরআনের আয়াতগুলোতে (কোরআনের আয়াতগুলোতে যানবাহনের কথাও তো বলা হয়েছে, যেমন, মানুষ এবং অ্যাঞ্জেল) এটাই বুঝাতে চাওয়া হয়েছে যে, স্রষ্টার সময়ের সাথে পার্থিব সময়ের কোনো তুলনা হয় না। সেটা বুঝানোর জন্য কিছু উদাহরণও দেওয়া আছে।

অনুরূপভাবে আয়াত ৫৪:১৯, ৬৯:৭, ও ৪১:১৬ -এ একেক আয়াতে একেক রকম সময় লিখা আছে। আয়াতগুলোও মোটেই সাংঘর্ষিক নয়। কারণ প্রথম আয়াতে কোনো এক দিন দৈবদুর্বিপাক পাঠানোর কথা বলা হয়েছে অর্থাৎ দৈবদুর্বিপাক শুরুর দিন। দ্বিতীয় আয়াত অনুযায়ী সেই দৈবদুর্বিপাক পর পর সাত রাত ও আট দিন ধরে স্থায়ী ছিল। তৃতীয় আয়াতে যেহেতু সময়ের উল্লেখ নেই সেহেতু এখানেও সাত রাত ও আট দিন ধরে নেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, কোনো এক এলাকাতে সোমবার (নির্দিষ্ট দিন) দৈবদুর্বিপাক শুরু হয়ে সেটি সাত দিন স্থায়ী ছিল। অতএব, কোনো অসঙ্গতি কোথায়?

(ব্লগার এস,এম রায়হান ও ডঃ জাকির নায়েক-এর সৌজন্যে)

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326869
২০ জুন ২০১৫ দুপুর ০২:২৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাল্লাহ! লিখে যান, সাথে আছি.. ধন্যবাদ।
326871
২০ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
উভয় ক্ষেত্রেই দির্ঘ সময়কাল এ কথা বলা হয়েছে
326889
২০ জুন ২০১৫ দুপুর ০৩:১৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাযাকাল্লাহ্ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File