নামাজী বটে !
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১২ ডিসেম্বর, ২০১৪, ০২:২৫:২৬ দুপুর
সৌদি আরবের রাজধানী রিয়াদে আজান দিতে দেরী করায় তাজুল ইসলাম নামের এক হতভাগ্য বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব নিয়ে সৌদির সালাফীদের বাড়াবাড়ি সেই আদিকাল থেকেই আছে। সৌদিতে ১০০% লোক নামাজ পড়ে। সেটা আল্লাহর ভয়ে নয়। সৌদির ধর্মীয় পুলিশের ভয়ে। এইসব পুলিশ খুবই ক্ষমতাধর এবং হিংস্র প্রকৃতির। বলাবাহুল্য, ইমাম হুসাইনের হত্যাকারীদের সমর্থন করেন সৌদির সালাফীরা। হত্যাকারীরা হুসাইনের মাথা দ্রুত কেটে ফেলতে চেয়েছিল আসরের নামাজের সময় চলে যাবে বলে। সত্যি মিরাকল। এইসব নামাজীরা নবীর দৌহিত্রকে হত্যা করতে এতটুকু কুন্ঠিত ছিল না। সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। সালাফীরা কখনো সঠিক ইতিহাসের দোহাই দিয়ে, কখনো ঈমান আকিদা ঠিক করার দোহাই দিয়ে এজীদী শাসনকে সমর্থন করে আসছে। কিন্তু তাদের কে বোঝাবে যে, মানুষ বেঁচে থাকলেই ঈমানের প্রশ্ন আসে। নামাজের ব্যাপারে সহিংসতার আশ্রয় আমাদের নবী কখনো নিয়েছিলেন কি? ইসলাম তো সবচেয়ে সহজ ধর্ম। এটাকে যারা কঠিন করে তোলে এবং মানুষের মনে ভীতির সঞ্চার করে তাদের প্রতি আল্লাহর লানত।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশি মিডিয়াকে বিশ্বাস করা যায় কতটুক??
এটি কোন রাষ্ট্রীয় বিচার বা হত্যাকান্ড নয়। উন্মাদ খুনিকে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি। এবং সম্ভবত তার মৃত্যুদন্ড হবে। খবরটি অনেক মিডিয়া বিকৃত করে প্রচার করেছে স্রেফ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ধান্ধায়।
কোন এক বাংলাদেশী ছেলে রাস্তা দিয়ে যাবার সময় পাচ তলার বারান্দায় থাকা একটা সৌদি মেয়ের দিকে তাকিয়েছিল । মেয়েটি পুলিশে খবর দিলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় । পরে নাকি ছেলেটিকে মৃত্যুদন্ড দেওয়া হয় শুধু তাকিয়ে দেখার জন্য !
এটি কোন রাষ্ট্রীয় বিচার বা হত্যাকান্ড নয়। উন্মাদ খুনিকে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি। এবং সম্ভবত তার মৃত্যুদন্ড হবে। খবরটি অনেক মিডিয়া বিকৃত করে প্রচার করেছে স্রেফ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ধান্ধায়।
এটি কোন রাষ্ট্রীয় বিচার বা হত্যাকান্ড নয়। উন্মাদ খুনিকে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি। এবং সম্ভবত তার মৃত্যুদন্ড হবে। খবরটি অনেক মিডিয়া বিকৃত করে প্রচার করেছে স্রেফ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ধান্ধায়।
এটি কোন রাষ্ট্রীয় বিচার বা হত্যাকান্ড নয়। উন্মাদ খুনিকে গ্রেপ্তার করা হয়েছে যথারীতি। এবং সম্ভবত তার মৃত্যুদন্ড হবে। খবরটি অনেক মিডিয়া বিকৃত করে প্রচার করেছে স্রেফ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ধান্ধায়।
দয়া করে আপনার ফেসবুক আইডি-র লিংকটা দেওয়া যাবে কি ? আমি আপনার সাথে ফেসবুকে যুক্ত হতে চাই ।
আমার ফেসবুক আইডি : http://facebook.com/fakhrul78
আমার নিজস্ব পেজ : https://www.facebook.com/fakhrul.info
মন্তব্য করতে লগইন করুন