ইসরাইলি সেনারা গাজায় প্রকৃত জাহান্নামে আছে: পেরেজ
লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ০২ আগস্ট, ২০১৪, ০৮:৪৩:১১ রাত
ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ বলেছেন, গাজার যুদ্ধই হল প্রথম যুদ্ধ যাতে বেশিরভাগ আরবদের সমর্থন পেয়েছে ইসরাইল। ‘বির আস সাবি’ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন। উল্লেখ্য যে, সৌদি আরব, মিশর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ইসরাইলকে সমর্থন ও সহায়তা করছে।
শিমন পেরেজ বলেছেন, আরব বিশ্ব প্রতিরোধ সংগ্রামীদের একঘরে করতে চায়। তিনি মিশর ও অন্য আরব দেশগুলোর সহায়তায় গাজার কর্তৃত্ব ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শিমন পেরেজ আরও বলেন, ইসরাইলের সেনারা গাজায় প্রকৃত জাহান্নামে প্রবেশ করেছে, কারণ গাজা নানা ফাঁদে ভরা।
তেল আবিবের হিসাব অনুযায়ী, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। সেইসঙ্গে বেসামরিক ইহুদিবাদী নিহত হয়েছে আরো তিনজন। অন্যদিকে বর্বর ইসরাইলি সেনারা গাজার বেসামরিক নাগরিক হত্যা করেছে অন্তত ১,৬০০ জন।
অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপতক্যায় ইহুদিবাদী ইসরাইলের পরাজয় হয়েছে বলে স্বীকার করেছেন দখলদার সরকারের পর্যটনমন্ত্রী উজি ল্যানদাউ। গতকাল (শুক্রবার) এক টিভি সাক্ষাৎকারে তিনি তার ভাষায় বলেছেন, গাজায় ব্যাপক আকারে সেনা অভিযান চালানোর পরও একটি লক্ষ্যও অর্জন কো সম্ভব হয় নি। সেই সঙ্গে ইসরাইলের গভীর অভ্যন্তরে হামাসের রকেট ছোঁড়াও প্রতিরোধ করা যায় নি।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা কইতে হবে তাই কইছে
মন্তব্য করতে লগইন করুন