গাজা ট্র্যাজেডি: আগে গোয়েন্দা-তথ্য দাও,পরে চিকিৎসা!

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ৩০ জুলাই, ২০১৪, ০৯:৫৩:৫২ রাত



চিকিৎসার জন্য মিশরে-আসা আহত ফিলিস্তিনিরা গাজা সম্পর্কে গোপন তথ্য না জানালে তাদের চিকিৎসার অনুমতি বা সুযোগ দিচ্ছে না মিশরিয় গোয়েন্দা সংস্থা।

রাই আল ইয়াওম পত্রিকার ইন্টারনেট সংস্করণ এ খবর দিয়েছে।

আহত গাজাবাসীদের কাছ থেকে সেখানকার সংগ্রামীদের অস্ত্রাগার ও অস্ত্র নির্মাণের পদ্ধতি বা কৌশল এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ সম্পর্কে তথ্য জানতে চান মিশরিয় গোয়েন্দা সংস্থার কর্মীরা। আহতরা যখন জবাব দিতে বা মুখ খুলতে রাজি হন কেবল তখনই তাদের চিকিৎসার সুযোগ দেয়া হয়।

আহত ফিলিস্তিনিদের চিকিৎসা শুরুর আগেই চিকিৎসার শর্ত হিসেবে জানিয়ে দেয়া হয় যে, এইসব বিষয়ে তথ্য না দিলে তোমাদের চিকিৎসা করবেন না ডাক্তাররা।

কোনো এক আহত ফিলিস্তিনি মিশরিয় গোয়েন্দাদের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের বাবাকে বলেন: ‘আমাকে আবারও গাজায় ফিরিয়ে নাও, এদের কাছে (গোয়েন্দা-কর্মী) টানেল বা সুড়ঙ্গ ও অস্ত্র বিষয়ে তথ্য দেয়ার চেয়ে শহীদ হওয়াই ভালো।’

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File