আরজ আলী মাতুব্বরের যত প্রশ্ন-৪

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৫ জুন, ২০১৪, ১০:০৪:২৪ রাত



আরজ আলী মাতুব্বর তার সত্যের সন্ধানে নামক বইতে প্রশ্ন করেছেন, আমরা জানি আল্লাহ সুবহানাতায়ালা হচ্ছেন আর রাহমানু অর্থ্যাৎ পরম দয়ালু, এখন প্রশ্ন হচ্ছে একটি সাপ যখন তার খাদ্য হিসাবে একটি ব্যাঙ কে গিলে খাচ্ছে, তখন সাপের কাছে হয়ত আল্লাহ সুবহানাতায়ালা দয়ালু, কিন্তু ব্যাঙ এর কাছে তো ঐ সময় আল্লাহ সুবহানাতায়ালা দয়ালু নন। তাইলে এই দয়ালু/আর রাহমানু -এই নাম টা কি আল্লাহ সুবহানাতায়ালার সত্ত্বার সাথে মানায় ?

(বিঃদ্রঃ এ প্রশ্নের উত্তর ব্লগার শফিউর রহমান ফারাবী সাহেব অনেক আগেই দিয়েছেন। এখানেও তার সুন্দর যুক্তি যোগ করা হলো।)

উত্তর:

আরজ আলী মাতুব্বর ও তার মত নাস্তিকেরা আল্লাহ সুবহানুতালার এই দয়ালু বা রাহমানু নামটির কথাই কেবল শুনেছেন। আল্লাহ সুবহানাতায়ালার ৯৯ টি নাম রয়েছে। এই ৯৯ টি নামের মাঝে আল্লাহ সুবহানাতায়ালার অনেক গুলি বিপরীত গুনবাচক নামও তো রয়েছে। যেমন আল্লাহ সুবহানাতায়ালার একটি নাম হলো আদদাররু/اَصَّرُّ মানে হল ক্ষয় ক্ষতি যার ইঙ্গিতে হয়ে থাকে, আবার আরেকটি নাম আলমুনতাকিমু/الْمُنْتَقِمُ যার বাংলা অর্থ হচ্ছে উনি প্রতিশোধ পরায়ন। আবার আল্লাহর আরেকটি নাম হচ্ছে আল মুযিল্লু/اَلْمُزِلُّ যার অর্থ হচ্ছে অপমানকারী। আবার আল্লাহ সুবহানাতায়ালার আরেকটি নাম হচ্ছে আলমুমিতু/اَلْمُمِيْتُ মানে হল মৃত্য দানকারী অর্থ্যাৎ সুখ সম্মান মর্যাদা কল্যান যেমন আল্লাহ সুবহানাতায়ালাই দেন, আবার বিপদ, আপদ দুঃখ, কষ্ট অকল্যান আল্লাহ সুবহানাতায়ালাই দেন। আল্লাহ সুবহানাতায়ালার এই ৯৯ টি নামের বাংলা অর্থ পড়লেই ব্যাপারটা বুঝে আসবে। কেউ যদি আল্লাহ সুবহানাতায়ালা খালি দয়ালু ভাবে তাইলে সে ভুল করবে। কারন আল্লাহ সুবহানাতায়ালা উনার ৯৯টি নামের মাধ্যমেই আমাদের কে উনার বিপরীত ধর্মী সিফাত সম্পর্কে ধারনা দিয়ে দিছেন। আল্লাহ সুবহানাতায়ালা একাধারে আলো ও অন্ধকার, হেদায়াত ও গোমরাহি , কল্যাণ ও অকল্যাণ উভয়টির সৃষ্টি কর্তা।

আল্লাহপাক ব্যাঙকে যেমন সাপের খাদ্য হিসেবে বানিয়েছেন, তেমনি মশাকে বানিয়েছেন ব্যাঙের খাদ্য হিসেবে। তার সমস্ত সৃষ্টিজগত নিয়ম মেনেই আবর্তিত হচ্ছে। গরু ছাগল মানুষের খাদ্যে পরিণত হচ্ছে। আল্লাহপাক গরুছাগলের জন্যে যেমন রহমানুর রহিম, তেমনি মানুষের জন্যে। কিন্তু সব প্রাণী বা মানুষের ভাগ্য কি একই রকম?

আল্লাহ সুবহানাতায়ালার নামের গুনের সাথে সামঞ্জস্য রেখেই এক প্রাণি, আরেক প্রাণি কে খাচ্ছে। এতে অবাক হওয়ার কিছু নাই।

[আপনার যুক্তি যোগ করুন]

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235242
১৫ জুন ২০১৪ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই প্রশ্নের উত্তর আরো সহজে দেয়া যায়।
এটাও ব্যাঙটির জন্য আল্লাহতায়লার দয়া। কারন তার জিবন এমনিতেই কোন না কোন সময় মৃত্যর মুখোমুখি হবে। সে মৃত্যুর পরিবর্তে একটি সাপের জিবন বাচাচ্ছে। এতে তার প্রতি দয়ার কোন হানি তো হচ্ছেনা।
235269
১৬ জুন ২০১৪ রাত ১২:১১
দ্য স্লেভ লিখেছেন : আরজ আলী মরে গেছে, নইলে কাঠাল পাতা নিয়ে দেখা করতাম।....যাইহোক লোকটা এখন হয়ত তার থিওরীগুলো থেরাপীসহ বুঝতে পারছে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File