মিশরে সরকারী লাইসেন্স ছাড়া ইমামতি নিষিদ্ধ-

লিখেছেন লিখেছেন আনোয়ার আলী ১৩ জুন, ২০১৪, ০৮:২৬:১৪ রাত

মিশরে ইসলামী আন্দোলন তথা ইসলামপন্থীদের ঠেকাতে ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। এলক্ষ্যে মিশরের সেনা সরকারকে কোটি কোটি অর্থ বরাদ্ধ দিয়েছে আরব জাহানের এজিদখ্যাত সৌদির বাদশাহ আবদুল্লাহ নামীয় কসাই। পিছিয়ে নেই ইসরাইলও। লক্ষ্য একটাই, যে কোন প্রকারে আরবে ইসলামী আন্দোলন নিশ্চিহ্ণ করা। মিশরে ইখওয়ানুল মুসলেমিন ক্ষমতায় আসায় চরম দুশ্চিন্তায় পড়ে যায় সৌদি এবং ইসরাইল। শুরু হয় চতুর্মূখী ষড়যন্ত্র। মিশরের মুসলমানরা ভোট না দিলেও তামাশার ভোটে ৯৭% ভোট পেয়ে যান নব্য ফেরাউন আবদুল ফাত্তাহ সিসি। আরব বসন্ত গুড়িয়ে দিয়ে মিশর ফিরে যায় হুসনি মুবারকের যুগে।

কিন্তু ইসলামী আন্দোলন দমনে সিসি মুবারকের চেয়েও শক্ত অবস্থান নেবেন বলে কথা দিয়েছেন সৌদি ও ইসরাইলীদের। বিনিময়ে সার্বিক সমর্থন দিচ্ছে সৌদির কসাই শাসকেরা। এরই ধারাবাহিকতায় মিশরের ইসলামী শিক্ষার উপর নিয়ন্ত্রন তো আসছেই, সরকারী লাইসেন্স ছাড়া কেউ ইমামতিও করতে পারবেন না বলে ডিক্রী জারি হয়েছে। মুসলিম ব্রাদারহুডকে চিরতরে নিশ্চিহ্ণ করার সব প্রকল্পই হাতে নিয়ে রেখেছেন সিসি। দম্ভ ভরে বলেও দিয়েছেন তিনি ক্ষমতায় এলে আর ফিরতে পারবে না ব্রাদারহুড।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234601
১৩ জুন ২০১৪ রাত ১০:০৮
নীল জোছনা লিখেছেন : পুরান খবর।
234616
১৩ জুন ২০১৪ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বন্কিম চন্দ্রের সম্পর্কে একটি কথা পরেছিলাম। তিনি সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময় ইংরেজ সাহেব প্রশ্ন করলেন যে বিপদ আর আপদ এর পার্থক্য কি?
বন্কিমচন্দ্র জওয়াব দিলেন যে তিনি নদি পার হয়ে এসেছেন ইন্টারভিউ দিতে। পার হওয়ার সময় যদি ঝর উঠত তবে হতো বিপদ। আর শিক্ষিত বঙ্গসন্তান হয়ে সাহেবের কাছে বাংলা ভাষার পরিক্ষা দেওয়া হচ্ছে আপদ।
এই লাইসেন্স এর কথা শুনে মনে হচ্ছে এটাও এরকম এক আপদ।
234621
১৩ জুন ২০১৪ রাত ১১:৪৩
মাটিরলাঠি লিখেছেন : বাংলাদেশে কবে চালু হবে?
234630
১৪ জুন ২০১৪ রাত ০২:২০
আবু জারীর লিখেছেন : ইসলামের লেবাসে দুনিয়াও চলছে শয়তানের রাজত্ব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File